বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচের একাদশে চমক! কানাডা প্রবাসী শমিত শোমকে বসিয়ে দিয়েছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তার জায়গায় আস্থা রেখেছেন দুই ফুলব্যাক সাদ উদ্দিন ও জায়ান আহমেদের ওপর।

আজ বৃহস্পতিবার রাত আটটায় জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেপাল। ম্যাচের এক ঘণ্টা আগে ঘোষিত একাদশে জায়গা পাননি শমিত শোম। দীর্ঘ ভ্রমণ শেষে পরশু রাতে ঢাকায় পৌঁছান তিনি; বিশ্রামের কারণেই সম্ভবত তাকে প্রথম একাদশে রাখেননি কোচ ক্যাবরেরা। একই কৌশল দেখা গিয়েছিল গত ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচেও।

গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন মিতুল মারমা। সেন্ট্রাল ডিফেন্সে জুটি বাঁধছেন তপু বর্মণ ও তারিক কাজী। দুই পাশে আছেন ফুলব্যাক সাদ উদ্দিন ও যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদ। হংকংয়ের বিপক্ষে বদলি হিসেবে নামার পর দারুণ পারফরম্যান্সে কোচের আস্থা অর্জন করেছেন জায়ান।

দলের অন্যতম সিনিয়র ফুটবলার সাদ উদ্দিনকে নিয়ে বিতর্ক থাকলেও ক্যাবরেরা এবারও আস্থা রেখেছেন তার ওপর। মিডফিল্ডে দীর্ঘদিন পর ফিরেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তার সঙ্গে রয়েছেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও দুই সোহেল রানা। ইনজুরির কারণে বাইরে থাকা শেখ মোরসালিনের জায়গায় অনেকেই কিউবা মিচেলকে একাদশে দেখার আশা করেছিলেন, তবে তিনি থেকেছেন বেঞ্চে।

ফরোয়ার্ড লাইনে খেলছেন ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

বাংলাদেশের একাদশ:
মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সোহেল রানা, মো. সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।

Previous articleএশিয়ান কাপের স্বপ্নভঙ্গ, প্রশ্নবিদ্ধ ক্যাবরেরার যোগ্যতা
Next articleবাংলাদেশ-ভারত ম্যাচে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here