সাফ উইমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপে বড় স্বপ্ন নিয়ে নেপালে গেছে নাসরিন একাডেমি। কিন্তু প্রথম ম্যাচে সেই স্বপ্নের শুরুটাই হলো হতাশায়। স্বাগতিক এপিএফ উইমেন’স ফুটবল ক্লাবের কাছে ৪–০ গোলের হারে প্রতিযোগিতা শুরু করেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন দল।

কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুক্রবার নির্ভার তালেই খেলেছিল স্বাগতিকরা। আর নাসরিন একাডেমি মাঠে নামেছিল প্রস্তুতি ঘাটতি নিয়ে। ২০২৩-২৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন হয়েও মাঝের এক মৌসুম লিগ না হওয়ায় দলটি অনুশীলনের রুটিনে ছিল না নিয়মিত। এর ওপর জাতীয় দলের ক্যাম্প চলায় মারিয়া আর মনিকা দলে নেই। ফলে তরুণদের ভরসাতেই নেপালে খেলতে হয়েছে সানজিদা, অপির্তা, জয়নব, মেঘলাদের।

ম্যাচের শুরুতে নাসরিনকে টিকিয়ে রেখেছিলেন গোলরক্ষক মেঘলা রানী রায়। দশম মিনিটে রাশমি কুমারির শট কর্নারে ঠেকিয়ে দলকে বাঁচান তিনি। সেই কর্নারেও বিপদ তৈরি হয়েছিল, গোললাইন থেকে বল ঠেলে দেন জয়নব বিবি রিতা।

তবে ৩৮তম মিনিটে আর বাঁচাতে পারেননি কেউ। ডান দিক থেকে আসা ক্রস ঠিকভাবে ক্লিয়ার করতে পারেননি অপির্তা বিশ্বাস। দুর্বল clearance পেয়ে মিনা দেউবা পাস বাড়ান রাশমির কাছে। সুযোগ পেয়ে শক্ত শটে দলকে এগিয়ে নেন এই ফরোয়ার্ড। মেঘলার ঝাঁপালেও বল ধরতে পারেননি তিনি।

দ্বিতীয়ার্ধেও একই চিত্র। ৫৯তম মিনিটে রাশমির শট ঠেকান মেঘলা। আট মিনিট পর অনিতা বাসনেত শট নেওয়ার আগে বেরিয়ে এসে বিপদ সামলান তিনি। কিন্তু ৭০তম মিনিটে মিনার শটে দ্বিতীয় গোল হজম করে নাসরিন। এরপর রাশমি ও মিনা আরও একটি করে গোল করেন। ফলে বড় ব্যবধানেই হারতে হয় সানজিদা-জয়নবদের।

রাউন্ড রবিন পর্বে পরের ম্যাচ সোমবার। সেদিন পাকিস্তানের করাচি সিটির বিপক্ষে পয়েন্ট তুলতে হবে নাসরিন একাডেমিকে।

Previous articleবিএফএলে বসুন্ধরা কিংসের গোলবন্যা, ব্রাদার্সকে ৫–১ ব্যবধানে উড়িয়ে টানা চতুর্থ জয়
Next article ব্রাজিলিয়ান ক্লাবের কাছে বড় হার রাইজিং স্টারের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here