গত মাসে মিয়ানমারে এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্ব পেরিয়ে মূল পর্ব নিশ্চিত করে বাংলাদেশ। এবার জানা গেল আগামী বছর অনুষ্ঠিত এশিয়ার সর্বোচ্চ আসরে বাংলাদেশের গ্রুপ সঙ্গী হলো কারা। আজ অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয় এশিয়ান কাপের ড্র। যেখানে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ!
ড্রতে বাংলাদেশের জায়গা গিয়েছে বি গ্রুপে। গ্রুপ সঙ্গী হিসেবে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চীন। এছাড়াও শক্তিশালী উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান রয়েছে বাংলাদেশের গ্রুপে। ফিফা র্যাংকিং বিবেচনায় ৩ দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে। ফিফা র্যাংকিংয়ে উত্তর কোরিয়া রয়েছে শীর্ষ দশে (৯ম)! এছাড়া চীন ১৭তম আর উজবেকিস্তান রয়েছে ৫১তম স্থানে।
তাইতো নিঃসন্দেহে বলা যায় এশিয়ান কাপে বাংলাদেশের সামনে বেশ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যদিও সাম্প্রতিক সময়ে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষেও দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। এশিয়ান কাপেও নিশ্চয়ই সেরকম কিছুর প্রত্যাশায় থাকবে লাল সবুজের প্রতিনিধিরা।