অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে আগামীকাল (শনিবার) বেলা ১২টায় মাঠে নামছে বাংলাদেশ। চীনের চংকিংয়ে অনুষ্ঠিতব্য ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে গোলাম রব্বানী ছোটনের দলের প্রতিপক্ষ তিমুর লেসথে। বাছাইপর্বে নিজেদের প্রথম পদক্ষেপে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লাল-সবুজের কিশোররা।
শুক্রবার (২১ নভেম্বর) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন জানান, ভালো প্রস্তুতি ও ইতিবাচক মনোভাব নিয়ে দলটি মাঠে নামতে প্রস্তুত। তিনি বলেন, ‘এখানে ছেলেরা খুব খুশি। বাছাই পর্ব খেলার জন্য মুখিয়ে আছে। এখানে সবাই ভালো দল—চীন ও বাহরাইনের ফুটবল অবকাঠামো উন্নত। আমাদের সঙ্গে আছে পূর্ব তিমুর, ব্রুনাই ও শ্রীলঙ্কা। তারাও উন্নতি করছে।’
প্রতিপক্ষ সম্পর্কে খুব বেশি তথ্য না থাকলেও নিজেদের পরিকল্পনাতেই স্থির থাকার কথা জানালেন বাংলাদেশ কোচ। ‘তিমুর লেসথের সঙ্গে আমরা বয়সভিত্তিক পর্যায়ে খেলিনি। তাদের খেলা বোঝার জন্য ভিডিও খুঁজেছি, কিন্তু তেমন একটা পাওয়া যায়নি। তবে আমরা আমাদের গেম প্ল্যান অনুযায়ী খেলবো এবং জয়ের জন্য মাঠে নামবো।’

অধিনায়ক নাজমুল হুদা ফয়সালও আশাবাদী দলের পারফরম্যান্স নিয়ে। প্রথম ম্যাচে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের প্রতিপক্ষ তিমুর লেসথে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ম্যাচটা ভালো করতে পারি। ধাপে ধাপে ভালো খেলে এখান থেকে ভালো একটি ফল নিয়ে দেশে ফিরতে চাই।’
তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশ ফুটবল এখন যেভাবে এগোচ্ছে, সিনিয়র দল যেভাবে নিজেদের প্রমাণ করছে—আমরাও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। ইনশাআল্লাহ, আমরা প্রথম ম্যাচটা জয়ের মাধ্যমেই শুরু করবো।’




