ভিয়েতনামে আসন্ন এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বিদেশের মাটিতে ক্যাম্প এবং প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা এবার মূলপর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে কাজে লাগবে বলে মনে করছেন সহকারী কোচ হাসান আল মামুন।

বাহরাইনে ১২ দিনের ক্যাম্পে মাঠ, হোটেল, খাবার থেকে শুরু করে সর্বোচ্চ সুযোগ-সুবিধা পেয়েছে দল। সেই অভিজ্ঞতা খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে জানান সহকারী কোচ,“আমাদের যে টার্গেট, যে মিশন, ভিয়েতনামে যে খেলব—সেটা বিশেষভাবে কাজে দেবে। কারণ এখানে যে সুযোগ-সুবিধা পাচ্ছে দল; সবকিছু মিলিয়ে প্লেয়াররা ফোকাসড। আমার কাছে মনে হয়েছে সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছে।”

শুধু খেলোয়াড় নয়, পুরো সফরে সমান তালে কাজ করতে হয়েছে কোচিং স্টাফকেও। এজন্য বাফুফে এবং বাহরাইন ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানিয়েছেন হাসান আল মামুন।

এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। স্বাগতিক ভিয়েতনাম ছাড়াও এই গ্রুপে আছে সিঙ্গাপুর ও ইয়েমেন। ৩ সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে লাল-সবুজেরা। এরপর ৬ সেপ্টেম্বর ইয়েমেন এবং ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে দল।

২০২৬ সালে সৌদি আরবে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূলপর্ব। স্বাগতিক সৌদি আরব ছাড়াও বাছাই পর্ব থেকে সুযোগ পাবে আরও ১৫ দল। এজন্য ১১ গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি সেরা চার রানার্সআপও টিকিট কেটে যাবে মূলপর্বে। সেই কাঠিন্য মিশনে লাল-সবুজরা কতদূর যেতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

Previous articleফিফা গেমে বাংলাদেশের অন্তর্ভুক্তি চায় বাফুফে
Next article৬৪ জেলা নিয়ে শুরু হচ্ছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here