এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ নারী ফুটবল দল। আজ (মঙ্গলবার) রাতে এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হচ্ছে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। চার দলের এই গ্রুপে শীর্ষে থাকলেই মিলবে আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি নারী এশিয়ান কাপে খেলার সুযোগ।

মিয়ানমারে আয়োজিত এই বাছাইপর্ব হবে কেন্দ্রীয় ভেন্যুতে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মিয়ানমার। প্রথম ম্যাচ ২৯ জুন বাহরাইনের বিপক্ষে, এরপর ২ জুলাই মিয়ানমার ও ৫ জুলাই তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে আফিদারা। স্বাগতিক ইয়াঙ্গুনে আয়োজিত ম্যাচগুলোর সম্প্রচার এখনো নিশ্চিত করতে পারেনি বাফুফে।

দলীয়ভাবে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার বলেন, ‘আমরা জর্ডানে দুটি ম্যাচ খেলেছি, ভালো প্রস্তুতি হয়েছে। এশিয়ান কাপে খেলার আশা রাখি।’ তবে কোচ পিটার বাটলার একটু বেশি বাস্তববাদী। তাঁর মতে, ‘মিয়ানমার স্বাগতিক হিসেবে শক্তিশালী। আমাদের জন্য এটি চ্যালেঞ্জিং, তবে বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারিয়ে এগিয়ে থাকতে চাই।’

মিয়ানমার নারী ফুটবলে বহুদিন ধরেই শক্ত প্রতিপক্ষ। অতীতে বড় ব্যবধানে হারের স্মৃতি থাকলেও এবার সাফ চ্যাম্পিয়নরা আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে চায়।

দলে এসেছে কিছু পরিবর্তন। জর্ডান সফরের দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক মেঘলা রানী ও ফেরদৌসী আক্তার এবং মিডফিল্ডার শান্তি।

বাংলাদেশের স্কোয়াড

‎গোলরক্ষক : মিলি আক্তার, ‎রুপনা চাকমা, স্বর্ণা রানী
ডিফেন্ডার : ‎শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন
মিডফিল্ডার : মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার
‎ফরোয়ার্ড : ‎ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, নবীরণ খাতুন, উমেলা মারমা, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা

Previous articleপ্রীতি ম্যাচ খেলতে ইউরোপের ৭ দেশকে বাফুফের প্রস্তাব!
Next article৫২ ফুটবলারকে নিয়ে বাফুফের “নেক্সট গ্লোবাল স্টার” ট্রায়াল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here