মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। সে সাফল্যের স্বীকৃতিস্বরূপ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ঘোষিত ৫০ লাখ টাকার পুরস্কার অবশেষে প্রায় সাড়ে তিন মাস পর আগামীকাল (বুধবার) ফুটবলারদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ রাতে দেশে ফিরেছেন আফিদা-ঋতুপর্ণারা। কাল সকাল সাড়ে দশটায় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে নির্বাহী পরিচালকের মাধ্যমে পুরস্কারের অর্থ প্রদান করা হবে। এ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান বাফুফেকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ফেডারেশনের পাঁচজন কর্মকর্তা এবং এশিয়া কাপ বাছাই স্কোয়াডের সকল খেলোয়াড় ও সংশ্লিষ্টদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় কাঠমান্ডুতে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর সাবিনাদের জন্য এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন। প্রতিশ্রুত সেই অর্থ এক সপ্তাহের মধ্যেই ফুটবলারদের হাতে পৌঁছায়।

এর বিপরীতে সাফ জয়ী দলের জন্য বাফুফে গত বছরের ৯ নভেম্বর দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করলেও তা এখনো পরিশোধ করতে পারেনি। নির্বাহী কমিটির সভা শেষে এ নিয়ে প্রশ্ন করা হলে মিডিয়া কমিটির চেয়ারম্যান কখনো বলেন, ‘মিটিংয়ে আলোচনা হয়েছে, দেওয়া হবে’, আবার কখনো বলেন, ‘আজ এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।’

এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জনের পর বাফুফের পক্ষ থেকে কোনো আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়নি। মিয়ানমার থেকে দেশে ফেরার পর হাতিরঝিলে শুধু একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হয়েছিল ফুটবলারদের। অথচ বাফুফে নির্বাচনে পদ-পদবীর জন্য ফেডারেশন কর্তারা লাখ লাখ টাকা ব্যয় করলেও নির্বাচনের পর ফুটবল উন্নয়নে সেই উদারতা দেখা যায় না।

সাফ চ্যাম্পিয়নদের প্রতিশ্রুত দেড় কোটি টাকার অর্থ বাফুফে নির্বাহী কমিটির ২১ সদস্যের পদ অনুযায়ী ভাগ করে দেওয়ার আলোচনা ছিল। তবে অনেকে মত দিয়েছে, সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে এবার উল্লেখযোগ্য খরচ না হওয়ায় তারাই চাইলে এই পুরস্কারের অর্থ প্রদান করতে পারেন।

Previous articleথাইল্যান্ডের কাছে দ্বিতীয় প্রীতি ম্যাচে বড় পরাজয় বাংলাদেশের নারী দলের
Next articleআল-আনসারের কাছে হেরে এএফসি কাপে কিংসের টানা দ্বিতীয় হার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here