কপাল পুড়তে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায় জামাল ভুঁইয়া’র৷ বাদ পড়ছেন ভারতের আই লীগের দল কলকাতা মোহামেডান থেকে। করোনা আক্রান্ত হওয়ায় তার বদলি ইতিমধ্যে খুঁজতে শুরু করেছে এমনটা দাবি ভারতীয় একটি গণমাধ্যমের।
আগামী ৯ জানুয়ারী শুরু হচ্ছে আই লীগের এইবারের আসর। এর ১০ দিন আগেই ঢুকে যেতে হবে জৈব বলয়ে। ফলে এই আসরে জামালের খেলা সম্ভব নয় বলে ভারতীয় এক সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন কলকাতা মোহামেডানের সচিব ওয়াসিম আকরাম। তিনি বলেন, ‘এটা খুবই দূর্ভাগ্যজনক ঘটনা। জামালের সঙ্গে আমরা কথাও বলেছি। জামালের বদলে অন্য বিদেশী নিতেই হবে। তবে ভবিষ্যতে আমরা যেখানেই খেলি সেই দলে অবশ্যই জামাল থাকবে। ওর সঙ্গে সম্পর্কটা তেমনই হয়ে গিয়েছে।’
ইতিমধ্যে জামালের বিকল্প খোঁজা শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে কিরগিস্তান জাতীয় দলের ডিফেন্ডার ইউসুপোভ মোস্তাফা’র নাম।
জামাল ভুঁইয়া’কে নিয়ে অনেক জল্পনা-কল্পনার শেষে কলকাতা মোহামেডান চুক্তি করে। এছাড়া বিদেশী ক্লাবে বাংলাদেশের খেলোয়াড় খেলবে, এই বিষয়টি নিয়ে অনেক আগ্রহ ছিলো দেশের ফুটবল প্রেমীদের। তবে আপাতত তা আর হচ্ছে না।




