এশিয়ান কাপ বাছাইপর্বে শৃঙ্খলাভঙ্গের কারণে বড় ধাক্কা খেল বাংলাদেশ দল। চার ম্যাচে নয়টি হলুদ কার্ড দেখেছে লাল-সবুজরা, যার ফলে কার্ডের খাড়ায় পড়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। দু’টি হলুদ কার্ড পাওয়ায় আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তিনি।
এএফসির বাইলজ অনুযায়ী, কোনো খেলোয়াড় দুই ম্যাচে হলুদ কার্ড পেলে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ থাকবেন। ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই প্রথম কার্ড দেখেছিলেন ফাহমিদুল। এরপর গতকাল (মঙ্গলবার) হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখায় তিনি স্বয়ংক্রিয়ভাবে পরের ম্যাচে নিষিদ্ধ হয়েছেন।
২৫ মার্চ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে কার্ড দেখেছিলেন হৃদয় ও মজবিউর রহমান জনি। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে সর্বাধিক চারটি কার্ড দেখে বাংলাদেশ—ডিফেন্ডার শাকিল আহাদ তপু ও তপু বর্মণের পাশাপাশি ফরোয়ার্ড ফাহিম ও ফাহমিদুলও কার্ড দেখেন। এরপর ৯ অক্টোবর ঢাকায় রাকিব হোসেন এবং সর্বশেষ হংকংয়ে ফাহমিদুল ও তারিক কার্ড দেখেছেন।
১৮ নভেম্বর ভারতের বিপক্ষে হোম ম্যাচে যারা ইতোমধ্যে একটি করে হলুদ কার্ড পেয়েছেন, তারা আরেকটি কার্ড দেখলে ৩০ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারবেন না।
অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু করবে জাতীয় দল। তবে কার্ড জটিলতায় ফাহমিদুলকে সম্ভবত প্রাথমিক স্কোয়াডে রাখা হবে না।