এবারের ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বড় চমক দিয়ে কিউবা মিচেলকে দলে ভেড়ায় বসুন্ধরা কিংস। সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা কিউবাকে জাতীয় দলের জার্সিতে দেখতে ক্ষণ গুনছিলেন সবাই। অথচ তার আগে কিউবা মাঠে নেমে যান বসুন্ধরা কিংসের হয়ে। এবার নতুন ক্লাবে নিজের প্রথম গোলের দেখাও পেয়ে গেলেন এই তরুণ তুর্কি।

গত ১২ আগস্ট কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষিক্ত হন কিউবা মিচেল। সে ম্যাচে বদলি হিসেবে নামা কিউবার কর্নারে ফাঁকায় থাকা রাকিবের হেড জালে জড়ালে পেয়ে যেতেন অ্যাসিস্ট। দোহায় না হলেও, হয়েছে ঢাকায়। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে গোল করেছেন কিউবা। পেনাল্টি থেকে বাংলাদেশের ক্লাব ফুটবলে নিজের গোলের খাতা খুলেন তিনি।

কিউবার আগে পুলিশের জালে বল জড়ান বসুন্ধরা কিংসের অধিনায়ক তপু বর্মন। তবে নিজেদের ভুলে গোল হজম করায় ম্যাচ শেষ হয়েছে ২-১ গোলে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। তার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার লক্ষ্যে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে ক্লাবগুলো।

Previous articleবাহরাইনে প্রস্তুতি শেষ, ভিয়েতনাম মিশনে বাংলাদেশ অ-২৩ দল
Next articleভুটান ও সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয় নিয়ে অসঙ্গতি; বাফুফের সভায় ক্ষোভ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here