কোস্টারিকার দানিয়েল কলিন্দ্রেস ক্লাব ছাড়ার পর তার পজিশনে একজন বিকল্প খুঁজছিল বর্তমান লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এএফসি কাপের প্রথম ম্যাচে কলিন্দ্রেস ও আর্জেন্টাইন বার্কোস জুটি অনেকটা সাড়া জুগিয়েছিল। তবে চুক্তি শেষে কলিন্দ্রেসের বিদায়ে আর্জেন্টাইনের সঙ্গী হিসেবে ক্লাব বেছে নিয়েছে ব্রাজিলিয়ান ফুটবলার রবসন আজেভেদো দা সিলভা রবিনহোকে। ২৫ বছর বয়সী এই উইঙ্গার ব্রাজিলের বিখ্যাত ফ্লুমিনেন্সের ফুটবলার। গত মৌসুমে খেলেছেন সাও পাওলো শীর্ষ লিগের ক্লাব আগুয়া সান্তার হয়ে। একবছরের ধারে তাকে ফ্লুমিনেন্স থেকে নিজেদের ক্লাবে যুক্ত করছে বসুন্ধরা কিংস। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে এএফসি কাপের খেলা সামনে রেখে আগামী মাসে ঢাকায় আসবেন ফুটবলে পাঁচবার বিশ্বকাপ জয়ী দেশের এই ফুটবলার।

রবিনহোর প্রথম পরীক্ষা অক্টোবরের এএফসি কাপ। দক্ষিণ এশিয়ান অঞ্চলের ‘ই’ গ্রুপে বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গে আছে মালদ্বীপের টিসি স্পোর্টস, মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন এবং ভারতের চেন্নাই সিটি। এরই মধ্যে আন্তর্জাতিক এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোটর্সকে ৫-১ গোলে হারিয়েছে বসুন্ধরা। করোনাভাইরাসের কারণে বাকি পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে মালদ্বীপে। বসুন্ধরার পরবর্তী পাঁচটি ম্যাচ ২৩, ২৬ ও ২৯ অক্টোবর এবং ১ ও ৪ নভেম্বর। ম্যাচ পাঁচটিকে সামনে রেখে সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করার কথা তাদের। চারজন বিদেশি ফুটবলারের মধ্যে কেবল আর্জেন্টাইন বার্কোস ও ব্রাজিলের রবিনহোর খেলা চূড়ান্ত। নতুন দুজন কারা হবে , সেটি এখনো চূড়ান্ত হয়নি।

Previous articleকিংস ছাড়ছে না তিন ফুটবলারকে
Next articleকরোনায় আক্রান্ত বিশ্বনাথ ঘোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here