বাংলাদেশ ফুটবল লিগে আবার জমে উঠেছে বসুন্ধরা কিংস ও মোহামেডানের লড়াই। চলতি মৌসুমে পাঁচ দিনের ব্যবধানে ঢাকায় দুইবার মুখোমুখি হবে ঘরোয়া ফুটবলের দুই জনপ্রিয় দল। লিগের উত্তাপের পর এবার ফেডারেশন কাপেও দেখা যাবে একই রোমাঞ্চ।

লিগের ষষ্ঠ রাউন্ডে আগামীকাল শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় মৌসুমের প্রথমবারের মতো মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান। পাঁচ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মারিও গোমেজের দল। নবাগত পিডব্লিউডির সঙ্গে ড্রয়ের পর টানা চার জয় তাদের অবস্থান আরও শক্ত করেছে।

অন্যদিকে মোহামেডানের শুরুটা ছিল অস্থির। ফর্টিসের কাছে হারে পথচলা শুরু হলেও পরের চার ম্যাচে এক জয়, এক ড্র এবং এক পরাজয়ে ৭ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে আলফাজ আহমেদের দল। কিংসের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্ট। তাই সাদা-কালোরা মাঠে নামবে ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে। ম্যাচ শুরু হবে বিকেল ৫টা ৩০ মিনিটে।

এরপর মঙ্গলবার ফেডারেশন কাপে মৌসুমে দ্বিতীয়বার মুখোমুখি হবে দুই দল। ‘বি’ গ্রুপে দুই খেলায় চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। ফর্টিসের সঙ্গে ড্রয়ে এক পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে বসুন্ধরা কিংস। এই ম্যাচটি কুমিল্লায় হওয়ার কথা থাকলেও ভেন্যু বদলে এখন হবে জাতীয় স্টেডিয়ামে। তবে ফ্লাডলাইটে নয়, শুরু দুপুর ২টা ৩০ মিনিটে।

সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ হলেও এখনো ঘরোয়া লিগ হয়নি। বিশেষ পরিস্থিতিতে কিংস–মোহামেডান ম্যাচ দিয়েই ঘরোয়া ফুটবল ফিরছে পল্টনের এই ঐতিহাসিক মাঠে।

Previous articleবাফুফের উন্নয়নযাত্রায় ১০ বছরের সঙ্গী বিএসআরএম
Next articleটানা চার হারে নারী ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের পতন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here