বাংলাদেশ ফুটবল লিগে পুরোনো আবাহনী–মোহামেডান প্রতিদ্বন্দ্বিতা যেমন ইতিহাস বহন করে, তেমনি সাম্প্রতিক সময়ে নতুন উত্তাপ যোগ করেছে বসুন্ধরা কিংস–মোহামেডান লড়াই। মাঠের খেলা থেকে সমর্থকদের আলোচনায়, এই দ্বৈরথ এখন দেশের ফুটবলে বিশেষ রঙ যোগ করছে।
শুক্রবার কিংস অ্যারেনায় লিগের ষষ্ঠ রাউন্ডে বসুন্ধরা কিংস ২–০ গোলে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট এবং বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান জানালেন, তিনি নিজেও এই দ্বৈরথ বেশ উপভোগ করেন।
তিনি বলেন, “ছোটবেলা থেকেই তিনি মোহামেডানের সমর্থক। তাই কিংস–মোহামেডান লড়াই তার কাছে আরও আলাদা অনুভূতির। ইমরুলের মতে, এমন প্রতিদ্বন্দ্বিতা ফুটবলের জন্য ইতিবাচক, কারণ এটি মাঠের ভেতরে-বাইরে আগ্রহ বাড়ায়।”
ম্যাচের আগে আলোচনায় ছিল মোহামেডানকে প্র্যাকটিস মাঠ না দেওয়ার প্রসঙ্গ। এ বিষয়ে ইমরুল ব্যাখ্যা দেন যে, “আগের দিন কিংস অ্যারেনায় মুক্তিযুদ্ধভিত্তিক একটি বৃহৎ চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ছিল, যেখানে প্রায় ২০ হাজার মানুষের সমাগম হয়। সে কারণে মাঠ প্রস্তুত ছিল না এবং দেওয়া সম্ভব হয়নি।”
এই জয়ে কিংস তাদের শীর্ষস্থান আরও মজবুত করেছে। ১৬ পয়েন্ট নিয়ে তারা ফর্টিস এফসির চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে। মৌসুমের প্রথম ম্যাচে ড্রয়ের পর টানা পাঁচ জয় পেয়েছে মারিও গোমেজের দল। পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট হলেও ইমরুল মনে করেন, মাত্র ছয় ম্যাচ শেষে কোনো সিদ্ধান্ত টানা ঠিক নয়।
চার দিন পর আবার মুখোমুখি হবে দুই দল। আগামী ১৬ ডিসেম্বর ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপে জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি। সংস্কারের পর এটি ঘরোয়া ফুটবলের প্রথম খেলা সেখানে। ইমরুল চান সামনে বড় ম্যাচগুলো জাতীয় স্টেডিয়ামে আরও বেশি করে আয়োজন করা হোক।




