ফেডারেশন কাপে কুমিল্লায় মুখোমুখি হয়ে জয় পায়নি দেশের দুই শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডান। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচটি শেষ হয়েছে ০–০ গোলের ড্রয়ে। দুই দলই সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ের ব্যর্থতায় গোল দেখা যায়নি।
ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। প্রথমার্ধে বসুন্ধরা কিংস বল জালে জড়ালেও অফসাইডে বাতিল হয় গোলটি। ৪৫ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফয়সাল আহমেদ ফাহিমের বাড়ানো বলে রাকিব হোসেন প্লেসিং শটে গোল করেন। তবে রাকিব মোহামেডানের ডিফেন্ডারদের চেয়ে সামনে থাকায় সহকারী রেফারি সঙ্গে সঙ্গে অফসাইডের পতাকা তোলেন।
কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েল্টনের অনুপস্থিতি আক্রমণে স্পষ্ট প্রভাব ফেলেছে। সুযোগ তৈরি করলেও তাদের ফিনিশিং ছিল দুর্বল। দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ করেও গোল পায়নি কিংস। এক্ষেত্রে মোহামেডানের গোলরক্ষক সুজনের দৃঢ় পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেছে মোহামেডান। নির্ধারিত সময় শেষে যোগ করা ৬ মিনিট ইনজুরি সময়ে কাউন্টার অ্যাটাকে রহিম উদ্দিন একা বল নিয়ে কিংসের বক্সে ঢোকেন। শট নেওয়ার মতো জায়গায় থাকলেও তিনি সতীর্থ স্যামুয়েল বোয়েটাংয়ের উদ্দেশ্যে বল বাড়ান। বোয়েটাং বল ধরতে না পারলে বিপদমুক্ত হয় কিংস, ক্লিয়ার করেন তপু বর্মণ।

এই ড্রয়ে বি গ্রুপে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ফর্টিজ। বসুন্ধরা কিংস দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। একই গ্রুপে পুলিশ দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং আরামবাগ দুই ম্যাচে পয়েন্টশূন্য অবস্থায় আছে সবার নিচে। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে পরবর্তী রাউন্ডে।
দুই মাসের বেশি সময় পর ফেডারেশন কাপে খেলতে নেমেছিল বসুন্ধরা কিংস। অক্টোবরে চ্যালেঞ্জ লিগের ম্যাচের আগে তারা শেষবার এই প্রতিযোগিতায় মাঠে নেমেছিল।
ঘরোয়া ফুটবলে মোহামেডান–কিংস মানেই আলাদা উত্তেজনা। মৌসুমের শুরুতে চ্যালেঞ্জ কাপের ভেন্যু নিয়ে বিতর্কের পর কুমিল্লার অপ্রস্তুত মাঠেই ম্যাচ আয়োজন হয়, যেখানে কিংস জয় পায়। পরে লিগ ম্যাচের আগে অনুশীলন জটিলতা নিয়ে প্রশ্ন তোলে মোহামেডান, সেই ম্যাচেও হারতে হয় তাদের। ১৬ ডিসেম্বর ফেডারেশন কাপের ম্যাচটি বিজয় দিবসের আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা ইস্যুতে জাতীয় স্টেডিয়ামে নেওয়ার সিদ্ধান্ত হলেও দর্শকশূন্য আয়োজন নিয়ে আপত্তি জানায় মোহামেডান। শেষ পর্যন্ত ম্যাচটি পিছিয়ে আজ অনুষ্ঠিত হলো, কিন্তু ফলাফল রইল অমীমাংসিত।




