বৃহস্পতিবার বিকেলে বাফুফে ভবনে দেখা মিললো আর্জেন্টিনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ফ্রাঙ্কো স্যানিলিয়ানি এবং আর্জেন্টিনা দূতাবাসের অফিসিয়াল জুয়ান গার্সিয়ার। কিন্তু কেন তারা বাফুফেতে এলেন? বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলা উপলক্ষ্যে আগামী ২৭ ফেব্রুয়ারি দুইদিনের সফরে বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো ক্যাফেইরো। তার সে সফর উপলক্ষ্যে আজ বাফুফে ভবনে আসেন এই দুই কূটনীতিক।

বাফুফে ভবনে তারা সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সংক্ষিপ্ত এক বক্তব্যে আর্জেন্টিনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ফ্রাঙ্কো বলেন, ‘আসন্ন সফর নিয়ে আমরা বেশ রোমাঞ্চিত। বাংলাদেশকে সম্মান জানাতেই আমরা আজ এখানে এসেছি।’

এসময় বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় কাজের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনও আসবে। আমাদের সভাপতি সহ কার্যনিবার্হী কমিটির সঙ্গে সাক্ষাৎ করবে। এ নিয়ে তাদের বিষয়গুলো জেনেছি পাশাপাশি আমাদের কথাও বলেছি।’

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার দুই বিখ্যাত ক্লাব বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের কর্মকর্তারদেরও আসার কথা রয়েছে। সেই প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের ক্লাব প্রতিনিধিদের একটি বৈঠকও হবে, ‘২৭ ফেব্রুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমাদের ক্লাব প্রতিনিধি থাকবে। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রী এবং ক্লাব প্রতিনিধি দলের সঙ্গে আমাদের কর্মসূচি কি হবে সেটা দুই এক দিনের মধ্যে চূড়ান্ত করা হবে।’

Previous articleদেশের নারী রেফারিংয়ে ইতিহাস গড়া সালমাকে বাফুফের অভিবাদন
Next articleআবাহনীর বড় জয়ের দিনে জিতেছে মোহামেডানও; জামাল-ফর্টিস ম্যাচ ড্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here