বাংলাদেশ নারী ফুটবল দলের নিয়মিত সাফল্য থাকলেও তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ বরাবরই সীমিত। ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ আয়োজনের ক্ষেত্রে নানা সংকটের অজুহাতে তারা প্রায়শই বঞ্চিত হয়ে আসছে। তবে এবার সেই আক্ষেপ কিছুটা মিটতে যাচ্ছে। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ার চার মাস পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল।

আগামী ২৬ ফেব্রুয়ারি এবং ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচটি ফিফা উইন্ডোর বাইরে অনুষ্ঠিত হবে। ফিফা উইন্ডো শেষ হবে ২৬ ফেব্রুয়ারি।

উইন্ডোর বাইরে ম্যাচ আয়োজনের বিষয়ে বাফুফে সদস্য এবং নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন,

আমরা চেষ্টা করেছিলাম দুই ম্যাচই উইন্ডোর মধ্যে আয়োজন করতে। কিন্তু আরব আমিরাত রাজি হয়নি। জুনে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে। সে প্রস্তুতির স্বার্থেই আমরা উইন্ডোর বাইরে একটি ম্যাচ খেলতে সম্মত হয়েছি। প্রথম ম্যাচের ফলাফল র‍্যাংকিংয়ে প্রভাব ফেলবে, আর দ্বিতীয়টি হবে শুধুই প্রস্তুতি।

মেয়েদের ম্যাচের জন্য প্রত্যাশিত সাড়া না পাওয়ার কারণ জানালেন নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন। নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ আয়োজনের চ্যালেঞ্জ নিয়ে কিরণ জানান,

করোনার পর থেকে অনেক দেশের ফেডারেশন মেয়েদের ফুটবল নিয়ে আগের মতো আগ্রহ দেখাচ্ছে না। প্রস্তাব দিলেও প্রত্যাশিত সাড়া পাওয়া যায় না। তাই আমরা প্রস্তুতির স্বার্থে উইন্ডোর বাইরে একটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছি।

তবে এগুলো অজুহাত হিসেবেই দেখছে ফুটবল প্রেমীরা। কেননা সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে মেয়েদের প্রতিপক্ষ নেপাল নিয়মিতই প্রীতি ম্যাচ খেলছে।

নতুনভাবে দায়িত্ব নিতে ইংল্যান্ড থেকে ঢাকার পথে রওনা হয়েছেন পিটার বাটলার। তিনি রাতেই পৌঁছাবেন এবং মঙ্গলবার সকাল থেকে নারী ফুটবল দলের অনুশীলন শুরু করবেন।

Previous articleলেস্টার ছেড়ে শেফিল্ডের পথে হামজা চৌধুরী
Next articleবিপিএল ফুটবলের প্রথম পর্বের পরিসংখ্যান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here