ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফায়ার রাউন্ড -২ এর খেলার জন্য স্থগিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০ ২১ এর দ্বিতীয় লেগের বাকি খেলা সমূহ শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এক সভা শেষে কোয়ারান্টাইন ইস্যু সূচী পেছানোর আভাসও দেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।

জাতীয় দলের হয়ে বাছাই পর্বে অংশগ্রহণকারী খেলােয়াড় ও কর্মকর্তাদের কোয়ারেন্টাইন শিথিল করার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রাণলয়ের সাথে আলােচনার পর আগামী ২২ অথবা ২৫ জুন হতে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২০ ২১ এর খেলা শুরু করা হবে বিষয়ে সিদ্ধান্ত হয় এই সভায়। যদিও পূর্ব প্রকাশিত সূচী অনুযায়ী ২২ জুনই খেলা শুরু করতে চায় ফেডারেশন, কিন্তু কোয়ারান্টাইন শিথিল না হলে তা পেছাতে পারে।

উক্ত বিষয়ে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী ভিডিও বার্তায় বলেন, ‘ আমরা স্বাস্থ্য মন্ত্রনালয়ে চিঠি দিয়েছি কোয়ারেন্টাইন বিষয়ে। এ সপ্তাহে তারা আমাদের সিদ্ধান্ত জানাবেন। এর পরেই লিগের তারিখ জানাতে পারবো। এখন পর্যন্ত ২২ তারিখে শুরুর বিষয়ে আমরা আশাবাদী। যদি তারা কোয়ারেন্টাই বাড়ায় তাহলে আমরাও সে ভাবে বাড়াবো শুরুর তারিখ।’

চারটি ভেন্যুতে খেলা শুরু হলেও করোনা পরিস্থিতি খারাপের কারনে মাঝে এক ভেন্যুতে খেলা হয়েছে। সামনে যেহেতু বর্ষা মৌসুম সে জন্য লীগ দ্রুতো শেষ করতে হবে, কিন্তু এক ভেন্যুতে খেলা হলে মাঠও খারাপ হয়ে যাবে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের কিছু খেলা নেয়ার বিষয়ে আলোচনা হলেও টার্ফে ক্লাবগুলো খেলতে রাজি নয় বলে জানা যায়।

ভেন্যু প্রসঙ্গে সালাম মুর্শেদী বলেন, ‘ করোনার চলমান পরিস্থিতিতে যেমন দূরে গিয়ে খেলা সম্ভব নয় তেমনি একই ভেন্যুতে খেলাও সম্ভব নয় বর্ষার সময়। আমি নির্বাহি কমিটিতে প্রশ্নটা রেখে ছিলাম। তারা আমাকে ঢাকার আসে পাশে একাধিক ভেন্যুতে খেলা পরিচালনা করার কথা বলেছে। এখনো কিছু ঠিক হয়নি। ক্লাবের সাথে বসে সিদ্ধান্ত নিবো।’

তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে চলমান বিসিএল ও নারী লীগের খেলা সরিয়ে নিতে বলেছি। যাতে করে মাঠ রেডি করতে পারি দ্রুতো।’

Previous articleবিসিএলে জয় পেয়েছে ফর্টিস ; ঢাকা সিটি ও ফকিরেনপুলের ম্যাচ ড্র
Next articleদুবছর মেয়াদ বাড়লো বাফুফে সাধারন সম্পাদক সোহাগের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here