হংকং চায়নার বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে গুরুত্বপূর্ন দুই ম্যাচের জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরুর অপেক্ষায় বাংলাদেশ। আজ সন্ধ্যায় টিম হোটেলে রিপোর্ট করেছেন ডাক পাওয়া ফুটবলাররা। তবে যোগ দেননি মোহামেডানের ৬ জন এবং দেশের বাইরে থাকা হামজা চৌধুরী, সমিত সোম ও ফাহমিদুল ইসলাম।
এবারের দলে নতুন মুখ জায়ান আহমেদকে নিয়ে বেশ আলোচনা চলছে। অ-২৩ দলের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ লেফট ব্যাক। তাকে ডাকার বিষয়ে বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা বলেন, “জায়ান অ-২৩ টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করেছে। আমিও তাকে কয়েক দিন কাছ থেকে দেখেছি অ-২৩ দলের অনুশীলনে। তার আরো আন্তর্জাতিক এক্সপোজার দরকার। এজন্য তাকে দলের সঙ্গে ডাকা হয়েছে।”
জায়ান ডাক পেলেও পাননি কিউবা মিচেল। সম্প্রতি বসুন্ধরা কিংসে যোগ দেওয়া সাবেক সান্ডারল্যান্ড অ-২১ দলের এই মিডফিল্ডারকে আরো কিছুটা সময় দিতে চান ক্যাবরেরা। এছাড়া রক্ষণে মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হাসান শান্তকে দলে নিয়ে ২৯ সদস্যের স্কোয়াড করা হয়েছে। যদিও মোহামেডান জানিয়েছে ফিফার নিয়ম মেনে উইন্ডোর শুরুর ৭২ ঘণ্টা আগে জাতীয় দলের জন্য খেলার ছাড়বে তারা। আগামীকাল সকালে দেশে আসার কথা ফাহমিদুল ইসলামের। হামজা ও সমিত আসবেন যথাক্রমে ৬ ও ৭ অক্টোবর।