নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আজ হওয়ার কথা ছিল জাতীয় অ-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তবে ভোরে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের খবরে দেশের ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া। এই প্রেক্ষাপটে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাৎক্ষণিকভাবে তাদের আওতাধীন সব খেলা স্থগিত ঘোষণা করে।
ফাইনাল স্থগিত হলেও জাতীয় অ-১৫ চ্যাম্পিয়নশিপে বরিশাল বিভাগ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)কে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। দুই দলের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাফুফে নির্বাহী কমিটির সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মঞ্জুরুল করিম বলেন, “সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণে সবাই শোকাহত। মানসিকভাবে এই পরিস্থিতিতে খেলা আয়োজন সম্ভব নয় বলেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।”
২০২৪ সালের অক্টোবরে বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হয়। তার প্রায় দুই মাস পর জাতীয় পর্যায়ে শুরু হয় এই অ-১৫ চ্যাম্পিয়নশিপ। আঞ্চলিক পর্ব শেষে কয়েক মাস বিরতির পর ২১ ডিসেম্বর নোয়াখালীতে ১২ দল নিয়ে শুরু হয় চূড়ান্ত পর্ব।
বয়সভিত্তিক টুর্নামেন্ট হলেও আয়োজনের দিক থেকে ছিল বেশ গোছানো। মাঠের সাজসজ্জা থেকে শুরু করে আনুষ্ঠানিকতা সব মিলিয়ে নজর কেড়েছে এই আসর। তবে এই টুর্নামেন্ট থেকে উঠে আসা মেধাবী ফুটবলারদের ভবিষ্যতে কতটা ধরে রাখতে পারে ফেডারেশন, সেটাই এখন দেখার বিষয়।




