সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল আজ রাতে ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান।
প্রতিনিধিদলে আরও ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি মো. ইমরুল হাসান, সহ-সভাপতি মো. ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) এবং সহ-সভাপতি ফাহাদ করিম।

এ সময় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ প্রতিনিধি দলের সদস্যরা শোকবইয়ে স্বাক্ষর করে মরহুমার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।




