আসছে সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইতিমধ্যে জামাল ভূঁইয়াদের নিয়ে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হলেও বসুন্ধরা কিংসের কোনো খেলোয়াড় যোগ দেননি। এ কারণে আজ রবিবার জাতীয় টিমস কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে—কিংস কর্তৃপক্ষকে খেলোয়াড় ছাড়ার জন্য অনুরোধ জানানো হবে।
শুক্রবার মাত্র ১২ জন ফুটবলার নিয়ে শুরু হয়েছে ক্যাম্প। তবে বসুন্ধরা কিংসের ১০ জন খেলোয়াড় এখনো যোগ না দেওয়ায় কোচ হাভিয়ের ক্যাবরেরা বেশ বিপাকে পড়েছেন। চিঠি দিয়ে ক্লাবটি জানিয়েছে— প্রাক-মৌসুম প্রস্তুতি এবং খেলোয়াড়দের চোটের ঝুঁকির কারণে তারা এই মুহূর্তে জাতীয় দলের ক্যাম্পে ছাড়তে পারছে না।।ফিফার নিয়ম অনুযায়ী খেলার ৭২ ঘণ্টা আগে খেলোয়াড়দের ছাড়তে বাধ্য নয় কোন ক্লাব।
রবিবারের সভা শেষে বাফুফের নির্বাহী সদস্য ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের সহকর্মী ইমরুল ভাই, ক্লাবের ম্যানেজারকে আমরা ফোনে পাইনি। আমরা বসুন্ধরা কিংসকে দেশের ফুটবলের স্বার্থে আজ রাতে কিংবা আগামীকাল সকালে জাতীয় দলের খেলোয়াড় দ্রুততম সময়ের মধ্যে ছাড়ার জন্য অনুরোধ করবো। চিঠির কি উত্তর আসে এর পরিপ্রেক্ষিতে আবার ৩-৪ দিন পর আমরা জাতীয় দল কমিটির জরুরি সভায় বসবো।’
এসময় সাংবাদিকরা জানতে চান—৪ দিন পরও যদি বসুন্ধরা কিংস সেই অবস্থানে অনড় থাকে তখন কী হবে? উত্তরে বাবু বলেন, ‘এই ৩-৪ দিন অনুশীলন চলবে। আমরা ইতিবাচক কিছু হওয়ার ব্যাপারে আশাবাদী। এরপরও প্রয়োজনে আমরা আবার মিটিং করবো। নেপালে ম্যাচ বাতিলের কোনও সম্ভাবনা নেই।’
এদিকে নেপালের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত প্রাথমিক দলে রয়েছেন হামজা চৌধুরী। তবে লেস্টার সিটির এই তারকা ফুটবলারের খেলা নিশ্চিত নয়। যদি হামজা আসেন তাহলে সরাসরি নেপালে দলের সঙ্গে যোগ দেবেন এবং খেলা শেষে সেখান থেকেই ফিরে যাবেন ইংল্যান্ডে।