আগামী ২৩ আগস্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির চতুর্থ সভা বসতে যাচ্ছে। সভার আলোচ্যসূচিতে ১১টি বিষয় রয়েছে, যার মধ্যে অন্যতম বিষয় হলো গঠনতন্ত্র সংশোধন।
গত বছরের নির্বাচনের পর সভাপতি তাবিথ আউয়াল গঠনতন্ত্র সংস্কারকে অগ্রাধিকার দিয়েছিলেন। এ লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠিত হয়, যারা ফিফার সঙ্গে আলোচনা করে নতুন খসড়া তৈরি করেছে। এবার নির্বাহী কমিটির অনুমোদনের পর বিষয়টি বার্ষিক সাধারণ সভায় উত্থাপিত হবে।
রেফারিজ কমিটি গঠনের প্রসঙ্গও আবার আলোচনায় আসছে। মার্চের নির্বাহী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় চার মাস পর আবার আলোচ্যসূচিতে রাখা হয়েছে। অথচ তাবিথ আউয়ালের নেতৃত্বে দশ মাস পার হলেও এখনো রেফারিজ কমিটি গঠন হয়নি।
সভায় বাংলাদেশ-ভুটান ও বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের আয়-ব্যয়ের হিসাব উত্থাপিত হবে। পাশাপাশি ২০২৪ সালের অডিট রিপোর্টও অনুমোদনের জন্য আনা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য বাফুফেকে ৫ কোটি টাকা দিয়েছে, সামনে আরও ৫ কোটি টাকা দেওয়ার কথা। স্বচ্ছতা বজায় রাখতে এই অর্থ ব্যবস্থাপনার জন্য আলাদা ব্যাংক হিসাব খোলার উদ্যোগ নিয়েছে ফেডারেশন।
এছাড়া সভায় বাফুফের প্রকিউরমেন্ট নীতি এবং ফিফা ফরোয়ার্ড ৩.০-এর সিএও সংযোজন সম্পর্কেও আলোচনা হবে। এবার আলোচ্যসূচি নির্ধারণে নতুনত্ব আনা হয়েছে। সভাপতির নির্দেশনায় নির্বাহী কমিটির সদস্যদের ২০ আগস্টের মধ্যে নিজেদের প্রস্তাবিত বিষয় পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে।
সভাটি সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে স্থান এখনো নির্ধারণ হয়নি। আগের এক সভা জলসিড়িতে হওয়ার কারণে প্রতিবাদে এক সদস্য অনুপস্থিত ছিলেন। তাই এবার অনেক নির্বাহী সদস্যই ফেডারেশন ভবনে সভা আয়োজনের দাবি জানিয়েছেন।