আজ ২০ নভেম্বর ফেডারেশন কাপ ২০২৪-২৫ এবং ২০২৩-২৪ ফুটবল মৌসুমের পুরষ্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়েছে। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বাফুফে অ-১৮ ফুটবল লীগ ২০২৩-২৪ এর পুরষ্কার প্রাপ্তদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং বাফুফের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রথম বাফুফে অ-১৮ লীগের চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে ম্যাচ কমিশনার ও রেফারিদের মাঝে পুরষ্কার প্রদান করা করা। পুরষ্কার প্রাপ্ত হলেন- সাব্বির সালেক শুভ, সুমন বিশ্বাস, তরিকুল ইসলাম, মনাফফর হোসেন, আনিসুর রহমান। তবে পুরষ্কার প্রদান অনুষ্ঠানে তরিকুল ইসলাম ছাড়া বাকিরা উপস্থিত ছিলেন না। এতে বাকিদের হয়ে পুরষ্কার গ্রহণ করেন বাফুফের হেড অফ রেফারি আসাদ রহমান। পুরষ্কৃতদের মধ্যে পুরষ্কার তুলে দেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

রেফারিদের পর লীগের সেরা গোলদাতা আবাহনী লিমিটেডের খেলোয়াড়  ইয়াসিন আরাফাত সিফাতকে তার পুরষ্কার প্রদান করা হয়। লীগের সেরা খেলোয়াড়ও হন তিনি। এরপর লীগের ফেয়ার প্লে এওয়ার্ড ঘোষনা করা হয়। লীগের ফেয়ার প্লে এওয়ার্ড পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। সবশেষে লীগের রানার্সআপ ফর্টিস এফসি এবং চ্যাম্পিয়ন দল আবাহনীকে পুরষ্কার প্রদান করা হয়।

বাফুফে অ-১৮ ফুটবল লীগের পর বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৩-২৪ এর পুরষ্কার প্রাপ্তদের মাঝেও পুরষ্কার প্রদান করা হয়। এবারেও প্রথমে রেফারিদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। মাস ভিত্তিক সেরা রেফারিদের পুরষ্কার দেওয়া হয়। জানুয়ারি মাসে নাসির উদ্দিন, ফেব্রুয়ারী মাসে সাইমন হাসান, মার্চ মাসে জালাল উদ্দিন, এপ্রিল মাসে আনিসুর রহমান এবং মে মাসে বিটু রাজ বড়ুয়া সেরা রেফারি হিসেবে পুরষ্কার পান।

এবার লীগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আবাহনীর কর্নিলিওয়াস স্টুয়ার্ট। তবে স্টুয়ার্ট পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত না থাকায় তার হয়ে পুরষ্কার গ্রহণ করেন আবাহনী লিমিটেডের প্রতিনিধি। অন্যদিকে লীগের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার বসুন্ধরা কিংসের রাকিব হোসেন ছিলেন অনুপস্থিত, তার হয়ে পুরষ্কার বুঝে নেন কিংসের এক প্রতিনিধি। তবে বিপিএলে সেরা গোলরক্ষক হওয়া বাংলাদেশ পুলিশ এফসির আহসান। তাকে পুরষ্কার তুলে দেন বাফুফের সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ।

সেরা কোচের পুরষ্কারও গিয়েছে বাংলাদেশ পুলিশ এফসির কাছে। সেরা কোচ হয়েছেন পুলিশের কোচ আরিস্টিকা চিওবা। এছাড়া লীগের ফেয়ার প্লে এওয়ার্ড পায় ফর্টিস এফসি।

Previous articleকিশোরী সাফের আয়োজক বাংলাদেশ
Next articleচ্যালেঞ্জ কাপে রাকিবকে পাচ্ছে না বসুন্ধরা কিংস!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here