দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে খেললেও তার গোলের হিসাব থেমে আছে ২০২২ সালের জুনে মালয়েশিয়ার বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে। এবার ফিরেই দলের হয়ে গোল করতে চান এবং বিশেষ করে ভারতের বিপক্ষে গোল করে আক্ষেপ ঘোচাতে চান ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।
জাতীয় দল থেকে বাদ পড়ার পর নিজেকে নতুন করে ফিরে পেতে ইব্রাহিম দীর্ঘ পরিশ্রম করেছেন। এবার প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে দারুণ ফর্মে ছিলেন তিনি। লিগে তিনটি এবং ফেডারেশন কাপে দুটি গোল করে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। এই পারফরম্যান্সই তাকে আবার জাতীয় দলে ফেরার পথ করে দিয়েছে।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ইব্রাহিম নিজের মনের কথা জানিয়েছেন। তিনি বলেন,
‘সল্টলেকে যে ম্যাচটা ২০১৯ সালে হয়েছিল, ওই ম্যাচেও ছিলাম। এবারও দলে আছি। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য আছে, ওই বার গোল করতে পারিনি, এই ম্যাচে গোল করে আত্মতৃপ্তি পাওয়ার।’
গোল করা যে শুধু ব্যক্তিগত দক্ষতার ওপর নির্ভর করে না, সেটাও মনে করিয়ে দিলেন ইব্রাহিম। তিনি বলেন,
‘গোল পাওয়াটা আসলে টিম ওয়ার্কের উপর নির্ভর করে। আমরা সবাই চেষ্টা করব। সুযোগ যে পাবে, আমাদের লক্ষ্য থাকবে কোচ যে পরিকল্পনা করেছেন, সেটা বাস্তবায়ন করা।’
একাদশে থাকার নিশ্চয়তা না থাকলেও মাঠে নেমে প্রভাব রাখতে চান ইব্রাহিম। তিনি বলেন,
‘দলের সবার অবস্থা ভালো। ব্যক্তিগতভাবে বলতে গেলে, অনেক দিন পর জাতীয় দলে ফিরেছি। যদি সেরা একাদশে খেলতে পারি, ভালো লাগবে। যদি বদলি নেমেও খেলতে পারি, চেষ্টা করব দলে প্রভাব রাখার। সব জায়গায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। ওই চ্যালেঞ্জটা নিয়েই এতদুর আসা। দেখা যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। যদি খেলতে পারি…।’
নতুন সতীর্থ হামজা চৌধুরীকে নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন ইব্রাহিম। তিনি বলেন,
‘আমাদের চেয়ে ও বেশি নিজে থেকে আমাদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। দলের জন্য এটা ইতিবাচক দিক। ও নিজে থেকেই আমাদের সাথে বন্ধুত্বপূর্ণভাবে চলা ফেরা করছে, ফলে বিষয়টি আমাদের জন্যও সহজ হয়ে গেছে। মাঠেও ওর আচরণ একইরকম।’