এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের পঞ্চম রাউন্ডে আজ (মঙ্গলবার) ঢাকায় আবারও এক ঐতিহাসিক মুখোমুখি—বাংলাদেশ বনাম ভারত। দুই দলই প্রতিযোগিতা থেকে আগেই ছিটকে গেলেও ম্যাচকে ঘিরে উত্তাপ তীব্র। ২০০৩ সালের পর এই প্রথম ভারতের বাংলাদেশ সফর—ফলে নিয়মরক্ষার ম্যাচও পেয়েছে ‘ডার্বির’ মর্যাদা। মাঠে বাংলাদেশ-ভারতের প্রতিদ্বন্দ্বিতা এখন নতুন মাত্রায়, আর এই ম্যাচ হয়ে উঠেছে গৌরব পুনরুদ্ধারের লড়াই।

চার ম্যাচ শেষে ‘সি’ গ্রুপে দুই দলেরই সমান চার পয়েন্ট, তবে গোলপার্থক্যে এগিয়ে বাংলাদেশ; ভারত তলানিতে। তাই আজ শুধু পয়েন্ট ব্যবধান বাড়ানোর নয়—আত্মবিশ্বাস ফেরানো এবং সমর্থকদের সামনে মাথা উঁচু করে মাঠ ছাড়ার লড়াই।

হেড টু হেড : বাংলাদেশ বনাম ভারত

এ নিয়ে ৩০তমবার মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী। এর আগে ভারত জিতেছে ১৪টি, বাংলাদেশ ৪টি; ড্র হয়েছে ১১ ম্যাচে।

সর্বশেষ দেখা হয়েছিল চলতি বছরের মার্চে শিলংয়ে, বিশ্বকাপ বাছাইয়ে—যেখানে গোলশূন্য ড্র হয়েছিল।

ভারত সর্বশেষ বাংলাদেশের মাটিতে খেলেছিল ২০০৩ সালে সাফে, যেখানে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলের ব্যবধানে।২২ বছর পর ঢাকায় ফিরছে ব্লু টাইগার্স—যা ম্যাচটিকে বাড়তি আবেগে ঘিরে তুলেছে।

ফর্মে এগিয়ে কারা?

ভারত – শেষ পাঁচ ম্যাচ

  • ভারত ৬-১ ভুটান (প্রীতি ম্যাচ)
  • ভারত ১-২ সিঙ্গাপুর (এশিয়ান কাপ বাছাই)
  • সিঙ্গাপুর ১-১ ভারত (এশিয়ান কাপ বাছাই)
  • ওমান ১ (২)–১ (৩) ভারত (সিএএফএ নেশন্স কাপ)
  • আফগানিস্তান ০-০ ভারত (নেশন্স কাপ)

বাংলাদেশ – শেষ পাঁচ ম্যাচ

  • বাংলাদেশ ২-২ নেপাল (প্রীতি ম্যাচ)
  • হংকং ১-১ বাংলাদেশ (এশিয়ান কাপ বাছাই)
  • বাংলাদেশ ৩-৪ হংকং (এশিয়ান কাপ বাছাই)
  • নেপাল ০-০ বাংলাদেশ (প্রীতি ম্যাচ)
  • বাংলাদেশ ১-২ সিঙ্গাপুর (এশিয়ান কাপ বাছাই)

ঢাকার গ্যালারিভর্তি আবেগ, ঐতিহাসিক প্রত্যাবর্তন, আর গৌরবের লড়াই—সব মিলিয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ আজ আর কেবল নিয়মরক্ষার নয়; দুই দলেরই সেরা দেওয়ার প্রতিশ্রুতিতে তৈরি হয়েছে উত্তেজনার এক নতুন দিগন্ত।

Previous articleআল আমিনকে বাদ দিয়ে বাংলাদেশের ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত, রায়ান উইলিয়ামসকে নিয়ে ভারতের দুশ্চিন্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here