মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। ২০২৫-২৬ মৌসুম শুরু হওয়ার কথা আগামী ১২ সেপ্টেম্বর। ইতিমধ্যেই দলবদল সম্পন্ন করে নিজেদের স্কোয়াড জমা দিয়েছে অংশগ্রহণকারী ১০ ক্লাব। এবারের লিগে মোট ৩৭ জন বিদেশি ফুটবলার দলভুক্ত হয়েছেন ক্লাবগুলোতে।
কয়েক মৌসুম আগেও বড় নামের বিদেশি ফুটবলারদের দেখা গিয়েছে ক্লাবগুলোতে। বিশ্বকাপ খেলা দানিয়েল কলিন্দ্রেস, রেজা খানজাদেহ কিংবা ব্রাজিলিয়ান লিগ থেকে রবসন রবিনহো, মিগুয়েল ফিগেইরা – তাদের জন্য মান বেড়েছে লিগের। কিন্তু এবারের বিদেশিরা অনেকেই অখ্যাত, অনেকেরই নেই বড় লিগে খেলার অভিজ্ঞতা। তাই প্রশ্ন উঠছে মানহীন বিদেশীদের দিয়ে এবারের লিগের মান কতটা বাড়বে?
বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বরাবরই পার্থক্য গড়ে দেয় বিদেশি ফুটবলাররা। তাদের ঘিরেই পরিকল্পনা সাজায় ক্লাবগুলো। এবার বিদেশিদের ক্ষেত্রে ঘানার ফুটবলারদের আধিক্য দেখা যাচ্ছে। সর্বোচ্চ ৯ জন রয়েছেন ঘানার ফুটবলার। যাদের মধ্যে মোহামেডানে রয়েছেন স্যামুয়েল বয়টেং, বার্নার্ড মরিসন ও ইমানুয়েল এলি কেকে। রহমতগঞ্জে রয়েছেন আন্দ্রেস আপ্পাউ ও ক্লেমেন্ট আদু, আরামবাগে রয়েছেন বেন কোয়ানশা ও ল্যান্টেই মিলস এবং পিডব্লিউডি স্পোর্টস ক্লাবে খেলবেন কফি দাবাঙ্কা ও অ্যান্থনি আমোহ।
দ্বিতীয় সর্বোচ্চ ৬ ফুটবলার খেলবেন ব্রাজিলের। বসুন্ধরা কিংসে রাফায়েল অগাস্তো ও ডরিয়েলটন, ঢাকা আবাহনীতে ব্রুনো মাতোস, পুলিশ এফসিতে পাওলো হেনরিক ও দানিলো কুইপা ও ব্রাদার্স ইউনিয়নে খেলবেন মার্কোস সিলভা। নাইজেরিয়ারও রয়েছেন সমান ৬ জন। বসুন্ধরা কিংসে ইমানুয়েল টনি ও সানডে ইমানুয়েল, ঢাকা আবাহনীতে এমেকা অগবা, ব্রাদার্স ইউনিয়নে সানডে চিজোবা, ফর্টিস এফসিতে ওকাফোর এবং আরামবাগে রয়েছেন জন দেনাপো।
এবারের মৌসুমে ক্লাবগুলোতে রয়েছেন ৫ জন গাম্বিয়ান ফুটবলার। রহমতগঞ্জে সলোমন কিং ও আদামা জাম্মেহ, ফর্টিস এফসিতে পা ওমর বাবু ও ইসা জাল্লো এবং পুলিশ এফসিতে খেলবেন ফোডে দার্বো। ২ জন করে ফুটবলার রয়েছেন মালি, আইভরি কোস্ট ও উজবেকিস্তানের। মালির সুলেমান দিয়াবাতের নতুন ঠিকানা ঢাকা আবাহনী। ২ উজবেক মোজাফ্ফর খেলবেন মোহামেডানে, তুরায়েভ খেলবেন পিডব্লিউডিতে।
২ আইভোরিয়ান চার্লস দিদিয়ের খেলবেন ব্রাদার্সে এবং বেন ইব্রাহিম খেলবেন ফকিরেরপুলে। এছাড়া ১ জন করে রয়েছেন মিশর, প্যারাগুয়ে, লেবানন, সেনেগাল ও উগান্ডার। তারা হলেন ফার্নান্দো প্রেসেন্টাডো (প্যারাগুয়ে/ব্রাদার্স), বেচায়ে দিয়ারা (সেনগাল/ব্রাদার্স), হায়দার আওয়াদা (লেবানন/আরামবাগ), সফিক কাগিমু (উগান্ডা/পুলিশ এফসি) ও মোস্তফা খারাবা (মিশর/ফকিরেরপুল)।
এছাড়া সাফের সদস্য দেশ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও ভারত থেকে ১১ ফুটবলার খেলবেন বাংলাদেশি হিসেবে। নতুন নিয়ম অনুযায়ী তারা বিদেশি হলেও বাংলাদেশের লিগে খেলবেন স্থানীয় ফুটবলার হিসেবে। যেখানে নেপালের ৮ জন এবং ভুটান, শ্রীলঙ্কা ও ভারত থেকে রয়েছেন ১ জন করে ফুটবলার।