চীনের চংকিংয়ের ঠান্ডা আবহাওয়াকে উপেক্ষা করে দাপুটে ফুটবল উপহার দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে গ্রুপের প্রথম ম্যাচে তিমুরলেস্তেকে ৫-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করেছে লাল-সবুজরা। রিফাত কাজী, বায়েজিদ বোস্তামি, আকাশ মাহদু একটি করে এবং মানিকের জোড়া গোল বড় জয়ের নায়ক।

ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। মানিকের নিখুঁত ক্রসে হেড করে গোল করেন রিফাত কাজী। ২৮ মিনিটে ফয়সালের ফ্রি-কিক থেকে মানিক বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির ঠিক আগে তিমুরলেস্তের বক্সে তৈরি হওয়া জটলার সুযোগ নিয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন তিনি।

বিরতির পরেও ছিল গোলের ধারাবাহিকতা। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আজাদের দারুণ পাস থেকে বায়েজিদ বোস্তামি ঠান্ডা মাথায় বল জালে জড়ান। এরপর তিমুরলেস্তে আর ম্যাচে ফিরতে পারেনি। উল্টো ৮৮ মিনিটে আকাশ মাহদুর দূরপাল্লার শটে বাংলাদেশ জয় নিশ্চিত করে ৫-০ ব্যবধানে।

দুর্দান্ত সূচনায় খুশি দলের কোচ গোলাম রব্বানী ছোটন। বাফুফে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘খেলোয়াড়রা পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। প্রথম মিনিট থেকেই হাই প্রেসিং ও বিল্ড-আপ ফুটবল খেলেছে। আমাদের লক্ষ্য ছিল শুরুতেই গোল আদায় করা।’

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। একই গ্রুপে আছে স্বাগতিক চীন, ব্রুনাই, তিমুরলেস্তে, শ্রীলঙ্কা এবং বাহরাইন। গ্রুপের চ্যাম্পিয়ন দলই খেলবে আগামী বছর সৌদি আরবে মূলপর্বে। লাল-সবুজদের পরবর্তী ম্যাচ ২৪ নভেম্বর ব্রুনাই দারুসসালামের বিপক্ষে।

Previous articleএশিয়ান কাপ বাছাইয়ে কাল তিমুর লেসথের বিপক্ষে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭’র ‘মিশন শুরু’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here