আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ততা শেষে এবার শুরু হওয়ার অপেক্ষা ঘরোয়া মৌসুম। নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ সেপ্টেম্বর বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডানের মধ্যকার চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত চার দিন পিছিয়ে তা শুরু হবে ১৯ সেপ্টেম্বর। আজ (১১ সেপ্টেম্বর) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত বাফুফের লিগ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুরুতে চ্যালেঞ্জ কাপ ১২ সেপ্টেম্বর মাঠে গড়ানোর কথা ছিল। জাতীয় দল ১০ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে ফিরবে বিবেচনায় এক মাস আগে তা বদলে ১৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। তবে কাঠমান্ডুতে টানটান পরিস্থিতির মধ্যে সময় কাটানো এবং মানসিক চাপে থাকা ফুটবলারদের কথা বিবেচনা করে লিগ কমিটি সূচি আবারও পিছিয়েছে।

কাঠমান্ডু থেকে আসা ২৩ জন ফুটবলারের মধ্যে দশ জনই বসুন্ধরা কিংসের। নতুন আর্জেন্টাইন কোচের অধীনে দল সাজাতে এই বাড়তি সময় কাজে লাগবে বলে মনে করা হচ্ছে। তবে খেলা পিছিয়ে যাওয়ায় ক্লাবগুলোর খরচ বাড়ছে, এতে ক্ষোভ প্রকাশ করেছে অনেক ক্লাব।

লিগ কমিটির সভায় ক্লাব প্রতিনিধিদের নিয়ে আলোচনার দাবি জোরেশোরে উঠেছে। প্রিমিয়ার লিগ শুরুর তারিখও এক সপ্তাহ পিছিয়ে ২৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর মাঝেই রয়েছে জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ (৯ অক্টোবর বনাম হংকং)। এজন্য সেপ্টেম্বরের শেষভাগে লিগের মাত্র একটি রাউন্ডের বেশি খেলা সম্ভব হবে না।

লিগ কমিটি চেষ্টা করছে ৩০ সেপ্টেম্বর ফেডারেশন কাপের খেলা শুরু করার। আগামী ১৩ সেপ্টেম্বর ফেডারেশন কাপের ড্র অনুষ্ঠিত হবে, সেখানেই বিষয়টি চূড়ান্ত হবে। তবে ২৩ সেপ্টেম্বর থেকে নির্ধারিত ফেডারেশন কাপের সূচি অপরিবর্তিত থাকছে।

প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের চ্যাম্পিয়নের মধ্যে হয়ে থাকে চ্যালেঞ্জ কাপের ম্যাচ। নিয়ম অনুযায়ী লিগ চ্যাম্পিয়ন নিজেদের হোম ভেন্যুতে খেলার সুযোগ পায়। সে হিসেবে এবারের ম্যাচ কুমিল্লায় হওয়ার কথা থাকলেও মাঠ প্রস্তুতি ও প্রশাসনিক অনুমতির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কুমিল্লায় আয়োজন সম্ভব না হলে ম্যাচটি হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

Previous articleনেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here