বাংলাদেশের সামনে ছিল ১৯ বছর পর এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের মূলপর্বে ওঠার হাতছানি। তবে অঘোষিত ফাইনালে চীনের কাছে দাঁড়াতে পারেনি রব্বানী ছোটনের দল। স্বাগতিকদের দাপুটে ফুটবলের সামনে দাঁড়াতে না পেরে ৪-০ ব্যবধানে হেরে যায় লাল-সবুজের যুবারা। ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সৌদি আরবের মূল পর্ব নিশ্চিত করেছে চীন, আর স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের।

চীনের চোংকিংয়ের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে রোববার হাজারো দর্শকের সামনে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। ৫ ডিফেন্ডার নামিয়েও গোল ঠেকাতে ব্যর্থ হয় বাংলাদেশ। রক্ষণের ছন্দপতন, ভুল সিদ্ধান্ত আর চাপ সামলাতে না পারার খেসারত দিতে হয় বড় ব্যবধানে হেরে।

৯ মিনিটেই লিড নেয় চীন। মধ্যমাঠ থেকে আসা লং পাস থেকে ডান দিকের নিখুঁত ক্রসে ৬ গজের ভেতরে সুয়েয়ি ওইহাও হালকা টোকায় বল জড়িয়ে দেন জালে। ৩৯ মিনিটে নিজেদের ভুলেই দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। কামাল মৃধার ব্যাকপাস নিয়ন্ত্রণে আনতে দেরি করায় ওইহাও এগিয়ে এসে বল কেড়ে নিয়ে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে করেন তাঁর দ্বিতীয় গোল।

বিরতির পরও থামেনি চীনের আক্রমণ। ৫২ মিনিটে ডান প্রান্ত থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে হ্যাটট্রিক করেন সুয়েয়ি ওইহাও, ব্যবধান বাড়ান ৩-০। শেষ দিকে ৮৯ মিনিটে আরেকটি গোল করে বাংলাদেশের বড় ব্যবধানে হার নিশ্চিত করে স্বাগতিকরা।

স্বপ্নের খুব কাছে গিয়েও শেষ ধাপে থেমে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। এবার আর তৈরি হলো না ১৯ বছরের সেই অপেক্ষা ভাঙার গল্প।

Previous articleরহমতগঞ্জকে বিধ্বস্ত করে শীর্ষে বসুন্ধরা কিংস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here