চীনের লিজিয়াংয়ে অনুষ্ঠিত তিয়ানইউ লিওফাং অনূর্ধ্ব-১৭ আমন্ত্রণমূলক টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাফুফে একাডেমি দল। আজ (বৃহস্পতিবার) কোয়ার্টার ফাইনালে সাংহাই অনূর্ধ্ব-১৭ দলকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশের কিশোররা।
ম্যাচের ২৩ মিনিটে হেদায়েত গোল করে লিড এনে দেন বাংলাদেশকে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে সাংহাইয়ের দল সমতায় ফেরে। পরে ৬৩ ও ৭৬ মিনিটে জোড়া গোল করেন তাহসান। এতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাফুফে একাডেমি দল।
আগামীকাল সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হেনান প্রভেন্সিয়াল এক্সপিরেয়ন্সিয়াল হাই স্কুল টিম।
টুর্নামেন্টের শুরুতে বাংলাদেশ ৪-০ গোলে হারিয়েছিল চীনের সানইয়াং দলকে। এরপর শ্রীলঙ্কা একাডেমি দলকে ৮-০ গোলে উড়িয়ে দেয়। তৃতীয় ম্যাচে হারের পর রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দলটি।
বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট। কয়েক দিন আগে চীনের এক বিশ্ববিদ্যালয় দল বাংলাদেশ নারী ফুটবল একাডেমির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ধারাবাহিকতায় এবার পুরুষ একাডেমি দল খেলছে চীনের এই আমন্ত্রণমূলক প্রতিযোগিতায়।