বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভারতের বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত। এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে, কারণ ভারতের বিপক্ষে জিততে হলে দলকে কৌশলগতভাবে শক্তিশালী হতে হবে। ম্যাচের আগে দল কঠোর অনুশীলন করছে, যেখানে শারীরিক সক্ষমতা ও টেকনিক্যাল দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চূড়ান্ত স্কোয়াড গঠন করা।

বর্তমানে ৩০ জন খেলোয়াড় অনুশীলন ক্যাম্পে রয়েছেন, তবে চূড়ান্ত স্কোয়াডে ২৩ জনকে রাখা হবে, যার অর্থ সাতজনকে দল থেকে বাদ দিতে হবে। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা মনে করছেন, তার কোচিং ক্যারিয়ারে বাংলাদেশে এটাই সবচেয়ে কঠিন স্কোয়াড নির্বাচন হতে যাচ্ছে। তিনি বলেন, “আমি যতদিন এখানে আছি, এবারই চূড়ান্ত দল গঠন করা সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কারণ, প্রতিটি খেলোয়াড়ই অসাধারণ পারফরম্যান্স দিচ্ছে, মনোযোগী, শেখার আগ্রহ দেখাচ্ছে এবং দলের অংশ হতে চায়। তাই কেবল সেরা একাদশ নয়, পুরো স্কোয়াড নির্ধারণ করাটাই কঠিন কাজ হবে। তবে আমি এতে সন্তুষ্ট।”

বাংলাদেশ দল ইতোমধ্যে চারটি অনুশীলন সেশন সম্পন্ন করেছে, যেখানে খেলোয়াড়দের উন্নতি দেখে কোচ বেশ আশাবাদী। কাবরেরা বলেন, “সবাই দারুণ উদ্যমী, ইতিবাচক মনোভাব নিয়ে অনুশীলন করছে। আমাদের আসন্ন ম্যাচের কৌশল নিয়ে কাজ করা হচ্ছে, এবং খেলোয়াড়রা আত্মবিশ্বাসী যে তারা ভালো কিছু করতে পারবে।”

দলে জায়গা পাওয়ার অন্যতম প্রধান শর্ত হলো ফিটনেস, যা নিশ্চিত করতে কাজ করছেন স্প্যানিশ ফিটনেস ট্রেনার পেও হোসেফ আকাইন ভিয়া। কাবরেরা জানিয়েছেন, “সে খুবই দক্ষ ফিটনেস ট্রেনার এবং দলের ফিটনেস নিয়ে সন্তুষ্ট। খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও মানসিকতা উভয়ই ইতিবাচক, যা আমাদের জন্য ভালো দিক।”

বাংলাদেশ দল বর্তমানে গ্রুপ ‘বি’-তে রয়েছে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ ভারত। আসন্ন ম্যাচগুলোর জন্য কঠোর প্রস্তুতি চলছে, যাতে দল নিজেদের সেরা পারফরম্যান্স দিতে পারে এবং ভালো ফলাফল অর্জন করতে পারে।

Previous articleসৌদিতে তিন প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা কাবরেরার
Next articleরহমতকে ছাড়াই সৌদি রওনা হলো বাংলাদেশ দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here