বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবশেষে ফিরে এলো সাদা-কালোদের রাজত্ব। দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নের মুকুট উঠলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের মাথায়। ২০০২ সালের পর এই প্রথমবারের মতো লিগ শিরোপা জিতল ঐতিহ্যবাহী দলটি।

আজ মাঠে না নামলেও শিরোপা নিশ্চিত করেছে মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী লিমিটেড ১০ জনের ফর্টিস এফসির কাছে ২-১ গোলে পরাজিত হওয়ায়, তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয় মোহামেডানের।

সাদা-কালোদের পক্ষে এটি বিশেষ একটি মুহূর্ত, কারণ পেশাদার লিগ হিসেবে ২০০৭ সালে প্রিমিয়ার লিগ শুরুর পর থেকে এবারই প্রথম চ্যাম্পিয়ন হলো তারা।

আজকের ম্যাচে আবাহনী-ফর্টিস খেলায় ছিল উত্তেজনার পারদ। ১৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফর্টিসকে এগিয়ে দেন ওমর বাবু। বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ থাকলেও খেলা পুনরায় শুরু হলে ফর্টিস চাপ বজায় রাখে।

বিরতির পর ম্যাচে উত্তেজনা আরও বাড়ে। ৭৫ মিনিটে আবাহনীর সুমন রেজার সঙ্গে সংঘর্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফর্টিসের মঞ্জুরুর রহমান মানিক। যদিও সুমন পান একটি হলুদ কার্ড।

১০ জনের দলে পরিণত হলেও হাল ছাড়েনি ফর্টিস। ৭৬ মিনিটে সাজেদ হাসানের দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করে তারা। আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা পোস্ট ছেড়ে এগিয়ে থাকায় গোলটি আটকাতে পারেননি।

৮০ মিনিটে রাফায়েল অগুস্তোর ফ্রিকিক থেকে হেডে একটি গোল শোধ দেন মোহাম্মদ হৃদয়। এরপর একের পর এক আক্রমণ শাণালেও জালের দেখা পায়নি আবাহনী।

এই পরাজয়ের ফলে ১৫ ম্যাচে আবাহনীর পয়েন্ট দাঁড়ায় ২৮, যেখানে সমান ম্যাচে মোহামেডানের সংগ্রহ ৩৮। ফলে বাকি তিন ম্যাচ হারলেও মোহামেডানকে টপকাতে পারবে না আবাহনী।

আবাহনীর পরাজয়ের পরই ক্লাব ভবনে শুরু হয়ে যায় মোহামেডান ফুটবলার ও কর্মকর্তাদের আনন্দ উদ্‌যাপন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তারা ফিরে পেয়েছে সাদা-কালো ঐতিহ্যের সেই গৌরবময় অধ্যায়।

 

Previous articleভুটান থেকে জাতীয় দলের ক্যাম্পে ফিরছেন পাঁচ নারী ফুটবলার
Next articleট্রফি জেতাই লক্ষ্য বাংলাদেশ ও ভারত উভয় অধিনায়কদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here