ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হচ্ছে চ্যালেঞ্জ কাপ দিয়ে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শিরোপার জন্য মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও প্রিমিয়ার লিগ জয়ী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুপুর আড়াইটায় শুরু হবে মর্যাদার লড়াই।
বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কিংস অধিনায়ক তপু বর্মণ শিরোপা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন, ‘গত বছর চ্যালেঞ্জ কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার সবচেয়ে বড় কথা দলে কোনও চোট নেই। সবাই ভালো আছে। কোচ আমাদের যে নির্দেশনা দিয়েছে, আমরা সে অনুযায়ী কাজ করছি।’
অভিজ্ঞ এই ডিফেন্ডার কঠিন ম্যাচের আভাস দিয়ে আরও বলেন, ‘একটাই ফাইনাল, জিততেই হবে। আমরা সেই মানসিকতা নিয়েই মাঠে নামব।’
কিংসের নতুন আর্জেন্টাইন কোচ মারিও গোমেজকে নিয়েও আশাবাদী তপু, ‘কোচ একজন মানুষ হিসেবে এবং তার মানসিকতা অনেক ভালো। খেলোয়াড়দের সাথে তার সম্পর্ক ঘনিষ্ঠ। তার ফুটবল দর্শন অন্যরকম, সেটা আপনারা শুক্রবার দেখতে পারবেন।’
প্রথম অফিসিয়াল ম্যাচকে সামনে রেখে কোচ গোমেজও আত্মবিশ্বাসী, ‘প্রস্তুতি ভালো হয়েছে। জাতীয় দলে খেলা অনেক খেলোয়াড় ফিট ছিল। রবিবার থেকে পুরো দল একসাথে অনুশীলন করেছে। ম্যাচের জন্য আমরা প্রস্তুত।’
অন্যদিকে মোহামেডান কোচ আলফাজ আহমেদও শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান, ‘চ্যাম্পিয়নশিপের ম্যাচে অন্য কিছু ভাবার সুযোগ নেই। আমি দলটা পেয়েছি অল্পদিন হলো, তারপরও আত্মবিশ্বাস আছে যে, আমরা ট্রফির জন্যই খেলব।’
বসুন্ধরাকে ফেভারিট মানলেও তিনি লড়াইয়ের মনোভাব প্রকাশ করেছেন, ‘তারা আমাদের চেয়ে ভালো দল। গত কয়েক মৌসুমে সবসময় শক্তিশালী দল গড়েছে, ভালো কোচ এনেছে। তবে মাঠে আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’
মোহামেডানের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিঠু দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া। গতবার বসুন্ধরার কাছে হেরেছিলাম, এবার ট্রফি ফিরে পেতে চাই। আমি অধিনায়ক হলেও সবাইকে বলেছি, সবাই যেন দায়িত্ব নেয়। তাহলে আমরা অবশ্যই চ্যাম্পিয়ন হতে পারব।’




