লম্বা সময় পর মাঠে ফিরছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল। নতুন আঙ্গিকে আয়োজিত হতে যাওয়া চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ২০২৪-২৫ মৌসুম। যেখানে লড়বে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু গুরুত্বপূর্ন এই ম্যাচে খেলতে পারবেন না বসুন্ধরা কিংস তারকা রাকিব হোসেন!

রবসন রবিনহোর সঙ্গে চুক্তি নবায়ন না হওয়ায় বসুন্ধরা কিংসের আক্রমণে বড় ভরসা রাকিব হোসেন। কিন্তু গুরুত্বপূর্ন ম্যাচে কার্ড জটিলতায় খেলতে পারছেন না তিনি। গত মৌসুমের শেষ ম্যাচে হলুদ কার্ড দেখেন রাকিব। যা তার মৌসুমের তৃতীয় হলুদ কার্ড ছিল। যার কারণে এক ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে তাকে। আর সে ম্যাচেই মোহামেডানের বিপক্ষে খেলবে তার ক্লাব বসুন্ধরা কিংস।

শুক্রবার সন্ধ্যা পাঁচটায় কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস-মোহামেডান চ্যালেঞ্জ কাপ। জুলাইয়ের শহীদদের স্মরণে এই ম্যাচের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ। রাকিব না থাকায় তাই এই ম্যাচে বিকল্প ব্যবস্থা করতে হবে কিংসের নতুন কোচ ভ্যালেরিউ তিতাকে।

Previous articleগত মৌসুমের সেরা খেলোয়াড় রাকিব,সেরা কোচ চিওবা
Next articleশিরোপা জিতে মৌসুম শুরুর অভিন্ন লক্ষ্যে বসুন্ধরা কিংস ও মোহামেডান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here