ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হতে বাকি এখনও প্রায় এক মাস। তবে তার আগেই আন্তর্জাতিক মঞ্চে পরীক্ষা দিতে নামছে দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিমিলিনারি রাউন্ডে সোমবার কাতারের দোহায় সিরিয়ান ক্লাব আল কারামাহর বিপক্ষে মাঠে নামবে তারা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।
ঘরোয়া ফুটবলের সর্বশেষ মৌসুমে ফেডারেশন কাপ জিতে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে বসুন্ধরা কিংস সুযোগ পেয়েছে চ্যালেঞ্জ লিগের নকআউট পর্বে। সোমবারের ম্যাচে জিতলেই গ্রুপ পর্বে জায়গা করে নেবে টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়নরা।
ম্যাচকে সামনে রেখে কাতারে দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন মিডফিল্ডার কিউবা মিচেল, যাঁর কালই হতে পারে অভিষেক। দেশি খেলোয়াড়দের নিয়েই কাতারে গিয়েছিল কিংস; পরে যোগ দেন চার বিদেশি ফুটবলার—রাফায়েল, টনি, সানডে ও ডরিয়েলটন।
কাতার যাত্রার আগে জয় নিয়ে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন কিংস অধিনায়ক তপু বর্মণ,
“কাতারে আমাদের লক্ষ্য একটাই—জয়। আশা করি দেশবাসীকে হতাশ করব না।”
মোহামেডান থেকে কয়েকজন অভিজ্ঞ ফুটবলার এবং প্রবাসী কিউবা মিচেলকে দলে টেনে শক্তি বাড়িয়েছে কিংস। নতুন সতীর্থকে নিয়ে আশাবাদী তপু বললেন,
“স্থানীয় ও বিদেশি নিয়ে গড়া দলের শক্তি আরও বেড়েছে। কিউবা মিচেল যোগ দেওয়ায় দল উজ্জীবিত।”
এই ম্যাচ বসুন্ধরা কিংসের জন্য ঘরোয়া লিগ শুরুর প্রস্তুতি হলেও, আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রমাণ করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তপু,
“ঘরোয়া আসরে আমরা সফল হলেও আন্তর্জাতিক পর্যায়ে পারছি না। এবার আমরা সাধ্যমতো চেষ্টা করব।”