বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক যেন নতুন এক দ্বার খুলে দিয়েছে। তার পথ ধরে বাংলাদেশি বংশোদ্ভুত প্রবাসীদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ছে ক্রমশ। সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন দুই প্রতিভাবান ফুটবলার—কানাডার সমিত সোম ও ইংল্যান্ডের কিউবা মিচেল।

গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে জাতীয় দলে খেলার আগ্রহ জানান কানাডা জাতীয় দলে খেলা সমিত সোম। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ও সমিতের প্রক্রিয়ার দায়িত্বে থাকা ফাহাদ করিম। তিনি বলেন, ‘আমরা আজ সমিতের জন্ম নিবন্ধন সনদ পেয়েছি। তাকে ইতোমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে। তিনি আমাদের জানাবেন কোন দিন তিনি কানাডাস্থ বাংলাদেশ হাই কমিশনে যেতে পারবেন। আমরা সেই অনুযায়ী বাংলাদেশ হাই কমিশনকে অবহিত করব।’

কানাডায় বাংলাদেশ হাই কমিশন থেকে সমিত সে শহর থেকে দূরে থাকেন। পাসপোর্ট আবেদনের সময় সামিতকে তার জন্ম সনদের পাশাপাশি বাবা-মায়ের প্রয়োজনীয় কাগজপত্রও সঙ্গে নিতে হবে।

এদিকে আরেক চমকপ্রদ খবর এসেছে ইংল্যান্ড থেকে। সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবা মিচেলও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। তার বাবা জ্যামাইকান হলেও মা বাংলাদেশি, তাই নিয়ম অনুযায়ী বাংলাদেশের জার্সিতে খেলার সুযোগ রয়েছে তারও।

Previous articleবাফুফের প্রধান অর্থ কর্মকর্তার পদত্যাগে আলোড়ন
Next articleযেভাবে সংগ্রহ করবেন কিংস-আবাহনী ফেড কাপ ফাইনাল ম্যাচের টিকেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here