কয়েকদিন আগে এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ অর্জন করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এবার অ-২০ নারী দলের সামনেও এশিয়ার সর্বোচ্চ আসরে খেলার সুযোগ। যে সুযোগ অর্জনে যাত্রাটা শুরু হয়েছে জয় দিয়েই। পিটার বাটলার শিষ্যরা স্বাগতিক লাওসকে হারিয়েছে ৩-১ গোলে।

লাওসের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। কিন্তু ফাইনাল থার্ডে সুযোগ কাজে লাগানো যায়নি। মাঝে স্বাগতিকরাও কিছু সুযোগ তৈরি করে। তবে সতর্ক ছিল বাংলাদেশ রক্ষণ। ম্যাচের ৩৬তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন মোসাম্মৎ সাগরিকা। এরপর মিনিট পাঁচেক পর শিখার শট ফিরে আসে পোস্টে লেগে। তাই ১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। তৃষ্ণা রানীর কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত ফিনিশিং করেন তিনি। এরপর জয়ের দিকে অগ্রসর হচ্ছিল বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে ৮৭তম মিনিটে স্বাগতিকরা এক গোল শোধ করে ম্যাচ জমিয়ে দেয়। তবে ম্যাচের অতিরিক্ত সময়ে সাগরিকার দ্বিতীয় গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায়।

এএফসি অ-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপের অন্য ম্যাচে তিমুর লেস্তের বিপক্ষে ৯-০ গোলের বড় জয় পেয়েছে হট ফেভারিট দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের লক্ষ্য গ্রুপের রানার্সআপ নিশ্চিত করে বাকি আট গ্রুপের মধ্যে সেরা তিন রানার্সআপ হয়ে চূড়ান্ত পর্ব খেলা। আজ স্বাগতিক লাওসের বিপক্ষে এই জয় লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে দিলো। পরবর্তী ম্যাচে ৮ আগষ্ট বাংলাদেশের প্রতিপক্ষ তিমুর লেস্তে।

Previous articleপাইওনিয়ার লিগ চালুর দাবিতে বাফুফে ভবনের সামনে ক্ষুদে ফুটবলার ও সংগঠকদের প্রতিবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here