চীনের লিজাংয়ে শুরু হয়েছে তিয়ানইউ লিওফাং অনূর্ধ্ব-১৭ আমন্ত্রিত টুর্নামেন্ট। রোববার (২১ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাডেমি দল। প্রতিপক্ষ সেনইয়াং অনূর্ধ্ব-১৭ দলকে তারা হারিয়েছে ৪-০ গোলে।

৮০ মিনিটের ম্যাচে প্রথমার্ধেই এগিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে গোলের সূচনা করেন আশিক। দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটে তিনটি গোল করে ম্যাচে নিজেদের জয় নিশ্চিত করে ফেলে লাল-সবুজের তরুণরা।

ম্যাচের ৫৪তম মিনিটে তাহসান গোল করেন, পরের মিনিটে আশিক জোড়া গোল পূর্ণ করেন। আর ৫৯ মিনিটে হেদায়েতের গোল নিশ্চিত করে বড় জয়।

টুর্নামেন্টে বাফুফে একাডেমি দলের গ্রুপে রয়েছে চীনের স্থানীয় ইউহান দল ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর গ্রুপের শেষ ম্যাচে খেলবে চীনের আরেক প্রাদেশিক দলের বিপক্ষে।

চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাফুফে একাডেমির তরুণরা। একই উপলক্ষে এর আগে চীনের একটি বিশ্ববিদ্যালয় মহিলা দল ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী ফুটবল একাডেমির সঙ্গে।

Previous articleচ্যালেঞ্জ কাপ জিতে মৌসুম শুরু বসুন্ধরা কিংসের
Next articleলংকানদের ৮ গোলে হারালো বাংলাদেশের যুবারা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here