দুই মাস জাতীয় দলের ম্যাচ বা ক্যাম্প ছিল না। সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ থেকে আবার শুরু হয়েছে জামাল ভূঁইয়াদের ক্যাম্প। আজ জাতীয় দলের ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করেছেন পাঁচ ফুটবলার। তাঁদের নিয়েই আজ থেকে শুরু হয়েছে ক্যাম্প। পর্যায়ক্রমে সেটি ২৪ সদস্যের দলে চূড়ান্ত হবে।
দলে রাখা হয়েছে মিডফিল্ডার হামজা চৌধুরীকে। তবে ওই সময় ক্লাবের খেলা থাকায় শমিত শোমকে পাচ্ছে না বাংলাদেশ। তবে হামজাকে যে পাওয়া যাবে তা একেবারে নিশ্চিত হয়ে বলতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেষ মুহূর্ত পর্যন্ত তাঁর জন্য অপেক্ষা করবে তারা।
হামজার ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। এ ব্যাপারে আজ দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘২৪ জনের স্কোয়াড নিয়ে আমরা যে ক্যাম্প শুরু করেছি সেখানে আমরা হামজাকেও রেখেছি। যদি কোনো রকম কিছু… পাওয়া যায় তার কাছ থেকে। আমরা এখনো আশা ছাড়িনি। যেহেতু পাওয়া যেতে পেরে এমন সম্ভাবনা আছে।’
কানাডা প্রবাসীর শমিতকে নিয়ে আমেরের ভাষ্য, ‘শমিত শোমের ক্লাবকেও চিঠি দেওয়া হয়েছে আসলে ওই সময়ের খেলা আছে তাঁর ক্লাবের। তারা ছাড়বে না। সে জন্য ২৪ জনের স্কোয়াডে রাখা হয়নি।’
নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ম্যাচ দুটি হবে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর। বাংলাদেশ ও নেপাল দুই দলই এশিয়ান কাপের বাছাই পর্বের প্রস্তুতি হিসেবে ম্যাচ দুটি খেলবে। ম্যাচ দুটি সামনে রেখেই হাভিয়ের কাবরেরা প্রস্তুতি ক্যাম্প শুরু হলো। আর আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠের অনুশীলনে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।
জামাল ভূঁইয়া বুধবার টিম হোটেলে রিপোর্ট করেননি। আমের খান বললেন, ‘জামাল কাল ক্যাম্পে ফিরবে। তার একটা বিশেষ কাজে সে আছে। ‘
বসুন্ধরা কিংসের ফুটবলাররা এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে মঙ্গলবার রাতে ম্যাচ খেলেছেন। কাতারের দোহা থেকে ফিরে ১৫ আগস্ট ক্যাম্পে যোগ দেবেন বলে জানা গেছে। একই দিনে স্টেডিয়ামে খেলা ছিল আবাহনীর। তাদের প্লেয়াররাও বুধবার রিপোর্ট করেননি।
৩৬ দিন ছুটি কাটিয়ে গত রোববার ঢাকায় এসেছেন বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। খেলোয়াড়দের আগেই টিম হোটেলে উঠেছেন তিনি।
আগামী অক্টোবরে হোম ও অ্যাওয়েতে ভিত্তিতে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে আর ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে খেলবে বাংলাদেশ।
বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট পাওয়া বাংলাদেশ আছে টেবিলের তিনে। হংকং দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।