জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচের জন্য নিয়মিত বিরতি নিতে হচ্ছে ঘরোয়া ফুটবলে। অক্টোবর-নভেম্বরের ফিফা উইন্ডোর কারণেই প্রায় বিশ দিনের বিরতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ অন্যান্য প্রতিযোগিতা।

১৫ সেপ্টেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে মাঠে গড়াবে ২০২৫-২৬ ফুটবল মৌসুম। ১৯ সেপ্টেম্বর লিগ ও ২৩ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু। গত দুই মৌসুমের মতো এবারও শুক্র-শনি লিগের ম্যাচ এবং মঙ্গলবার ফেডারেশন কাপ আয়োজনের পরিকল্পনা করেছে বাফুফে। তবে প্রথম পর্বের দুই রাউন্ড শেষ হতেই লিগ স্থগিত হবে। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় রাউন্ডের পর জাতীয় দলের অক্টোবর উইন্ডোর জন্য বিরতি থাকবে। ৯ অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ এবং ১৪ অক্টোবর হংকংয়ে ফিরতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।

Photo : RHS Photography

২০ দিন বিরতির পর ১৮/১৯ অক্টোবর লিগ ফের মাঠে গড়ালেও আবারও স্থগিত করতে হবে। কারণ ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বর কুয়েতে বসুন্ধরা কিংস খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগে। কিংস দেশে ফেরার পর আবার জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি সামনে আসবে। ১৮ নভেম্বর ঢাকায় হবে এশিয়ান কাপের ম্যাচ। ফলে তৃতীয় রাউন্ড শেষে ২১ নভেম্বর থেকে চতুর্থ রাউন্ড শুরু হতে লিগে আরও তিন সপ্তাহের বিরতি পড়বে। এরপর মধ্যবর্তী দলবদল পর্যন্ত আর কোনো বিরতি থাকবে না, টানা খেলা চলবে।

আজ লিগ কমিটির সভায় এমন খসড়া সূচি নিয়েই আলোচনা হয়েছে। কমিটির একাধিক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ক্লাবগুলোকে আমন্ত্রণ জানিয়ে ফেডারেশন কাপের ড্র ও লিগের ফিকশ্চার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে বাফুফে।

সভায় ভেন্যু নিয়েও আলোচনা হয়। ফকিরেরপুল ও আরামবাগ চেয়েছে মানিকগঞ্জকে, পুলিশের পছন্দ গাজীপুর এবং মোহামেডান চায় জাতীয় স্টেডিয়াম। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি জানিয়েছেন, মাঠ পরিদর্শনের পরই ভেন্যু চূড়ান্ত করা হবে।

চ্যালেঞ্জ কাপ শুরু হওয়ার কথা ছিল ১২ সেপ্টেম্বর। কিন্তু জাতীয় দলের সূচির কারণে তিন দিন পিছিয়ে ১৫ সেপ্টেম্বর শুরু হবে মৌসুম। লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে উদ্বোধনী ম্যাচে। নিয়ম অনুযায়ী লিগ চ্যাম্পিয়নের ভেন্যুতেই ম্যাচ আয়োজন হবে।

এ প্রসঙ্গে জাকির হোসেন বলেন, ‘জাতীয় দল ৯ সেপ্টেম্বর কাঠমান্ডু ম্যাচ খেলে পরদিন ফিরবে। ৪৮ ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন কঠিন। কোচের পক্ষ থেকেও অনুরোধ ছিল সময় পিছিয়ে দেওয়ার। সবকিছু বিবেচনা করেই ১৫ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। মোহামেডান আনুষ্ঠানিকভাবে ভেন্যুর ব্যাপারে জানালে সেই ভেন্যু পরিদর্শন করবে ফেডারেশন কর্তারা।’

Previous articleচ্যালেঞ্জ লিগে যেমন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস
Next articleবাংলাদেশ আটকে গেল ভুটানের কাছে, শিরোপা দোদুল্যমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here