সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে নেপালের কাঠমান্ডুতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু বসুন্ধরা কিংস জাতীয় দলে ডাক পাওয়া ১০ জন ফুটবলার ছাড়তে অস্বীকৃতি জানানোয় বিপাকে পড়েছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। মাত্র ১৪ জন ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করতে বাধ্য হয়েছেন তিনি। এই পরিস্থিতি সামলাতে বাফুফের জাতীয় দল কমিটি জরুরি সভায় বসে বসুন্ধরা কিংসকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় দল কমিটির চেয়ারম্যান বাফুফে সভাপতি তাবিথ আউয়াল স্বয়ং। এই কমিটির ডেপুটি চেয়ারম্যান ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, যিনি আবার বসুন্ধরা কিংসেরও সভাপতি। তবে আজকের সভায় তিনি সশরীরে কিংবা অনলাইনে যুক্ত হননি। প্রায় ঘন্টা খানেকের সভা শেষে বসুন্ধরা কিংসকে খেলোয়াড় ছাড়ার অনুরোধ জানিয়ে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়।
সভা শেষে সাংবাদিকরা বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে ব্রিফ করার জন্য ঘিরে ধরলেও তিনি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুকে কথা বলতে বলেন। বাবু বলেন, ‘আমাদের সহকর্মী ইমরুল ভাই, ক্লাবের ম্যানেজারকে আমরা ফোনে পাইনি। আমরা বসুন্ধরা কিংসকে দেশের ফুটবলের স্বার্থে আজ রাতে কিংবা আগামীকাল সকালে জাতীয় দলে খেলোয়াড় ছাড়ার জন্য অনুরোধ করব। এরপর ৩-৪ দিন পর আবার জাতীয় দল কমিটির জরুরি সভায় বসব।’
বসুন্ধরা কিংসের পক্ষ থেকে ফেডারেশনে পাঠানো চিঠিতে প্রাক মৌসুম প্রস্তুতি ও ফুটবলারদের ইনজুরি ঝুঁকি এড়ানোর কারণ দেখিয়ে খেলোয়াড় ছাড়তে অস্বীকৃতি জানানো হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে বাবু বলেন, ‘এই ৩-৪ দিন অনুশীলন চলবে। আমরা আশাবাদী ইতিবাচক কিছু হবে। এরপরও প্রয়োজনে আমরা আবার মিটিং করব। নেপালে ম্যাচ বাতিলের কোনো সম্ভাবনা নেই।’
জাতীয় দলে আন্তর্জাতিক ম্যাচের ৭২ ঘন্টা আগে ক্লাবকে খেলোয়াড় ছাড়তে হয়—এটাই ফিফার নিয়ম। ফুটবলাঙ্গনের সবার জানা থাকলেও আজকের ব্রিফিংয়ে বাবু এ বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দেননি। তিনি শুধু বলেন, ‘আজকের মিটিংয়ে ফিফার নিয়ম, বিগত সময়ে জাতীয় দল, অ-২৩, অ-২০ পর্যায়েও তাদের খেলোয়াড় না ছাড়ার ঘটনা আলোচনা হয়েছে।’
জাতীয় দলে খেলোয়াড় সংকট চললেও আগামীকাল জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে জাতীয় ফুটবল দল।