লাতিন-বাংলা সুপার কাপের দ্বিতীয় ম্যাচের পর সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এতে আগামী ১১ ডিসেম্বর আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ও ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের মধ্যকার নির্ধারিত ম্যাচটি অনিশ্চয়তায় পড়েছে।
সোমবার রাতে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার দল ও আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে। ম্যাচের পর আয়োজক প্রতিষ্ঠানের কয়েকজন সদস্য সংবাদকর্মীদের ওপর হামলা চালান। টি স্পোর্টসের ফুটবল করেসপন্ডেন্ট রুবেল রেহানসহ কয়েকজন সাংবাদিক আহত হন।
ঘটনার পর এনএসসি সহকারী পরিচালক মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫, ৮ ও ১১ ডিসেম্বরের জন্য এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডকে স্টেডিয়াম বরাদ্দ দেওয়া হয়েছিল। শর্ত ছিল ম্যাচের আগে টিকেট বিক্রির পূর্ণাঙ্গ হিসাব জমা দিয়ে এর ৫০ শতাংশ অর্থ এনএসসিতে পরিশোধ করতে হবে। খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্বও ছিল আয়োজকদের।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৫ ও ৮ ডিসেম্বরের ম্যাচে দুটি শর্তই ভঙ্গ করেছে আয়োজক প্রতিষ্ঠান। এরপর যোগ হয়েছে সাংবাদিকদের শারীরিক লাঞ্ছনার ঘটনা। সব মিলিয়ে ১১ ডিসেম্বরের বরাদ্দ স্থগিত করা হয়েছে। ওই দিনই হওয়ার কথা ছিল টুর্নামেন্টের শেষ ম্যাচ, যেখানে মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই ক্লাব।
এনএসসি আরও নির্দেশ দিয়েছে, ৫ ও ৮ তারিখের টিকেট বিক্রি, স্পন্সরশিপ এবং সম্প্রচার স্বত্বের বিস্তারিত হিসাবসহ সংশ্লিষ্ট ৫০ শতাংশ অর্থ মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে জমা দিতে হবে।




