বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই হামজা চৌধুরীকে নিয়ে চলছে আলোচনা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও জামাল ভূঁইয়ার নেতৃত্বেই খেলবেন হামজা। আজ সংবাদ সম্মেলনে অধিয়ানিক জামাল হামজাকে বাংলাদেশের মেসি হিসেবে আখ্যা দিয়েছেন।!

হামজা চৌধুরী বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে খেলেছেন। খেলেছেন ইংল্যান্ডের মত দেশের বয়সভিত্তিক দলে। তবে জাতীয় দলে তার অভিষেক হতে যাচ্ছে ২৫ মার্চ। তিনি জানিয়েছেন, বাংলাদেশ দলের অভিজ্ঞ খেলোয়াড়দের থেকে, বিশেষ করে জামাল ভূঁইয়ার কাছ থেকে শিখতে চান তিনি। হামজা বলেন, “জামালসহ আরও অনেকে জাতীয় দলে দীর্ঘদিন খেলছে। তাদের কাছ থেকেও আমি শিখতে চাই।’’

জামাল ভূঁইয়া দীর্ঘ সময় ধরে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করছেন। হামজা এবার তার অধিনায়কত্বে খেলবেন, আর ভারতের বিরুদ্ধে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী আবারও অবসর ভেঙে ফিরেছেন। তবে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করেন, হামজা বাংলাদেশের পক্ষে শক্তি বাড়িয়েছে। জামাল জানিয়ে দিয়েছেন, “সুনীল ছেত্রী অবশ্যই ভালো খেলোয়াড়, তবে আমাদের দলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার আছে।’’

২০১৩ সালে জামাল ভূঁইয়া প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে যুক্ত হন। তার পথ অনুসরণ করে হামজা চৌধুরীও জাতীয় দলে এসে যোগ দিয়েছেন। হামজার আগমনে বাংলাদেশের ফুটবল পরিবেশে নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে। জামাল ভূঁইয়া তাই তাকে বাংলাদেশের মেসি হিসেবে উল্লেখ করেছেন।

Previous articleহামজা একাদশে থাকবেন কিনা এখনো নিশ্চিত নন ক্যাবরেরা!
Next articleবাংলাদেশের বিপক্ষে মহারণের আগে পরিকল্পনা জানালেন ভারতের কোচ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here