বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দীর্ঘদিন ধরে জাতীয় পুরুষ ফুটবল দলের জন্য কোনো স্পন্সর পাচ্ছিল না। এক দশকেরও বেশি সময় ধরে স্পন্সরশিপ সংকটে ভুগছিল জামাল ভূঁইয়ার দল। তবে বাফুফের নতুন কমিটির হাত ধরে সেই সংকট কাটতে শুরু করেছে।

বাফুফের সহ-সভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম নিশ্চিত করেছেন যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCB) আগামী পাঁচ বছর জাতীয় পুরুষ ফুটবল দলের পৃষ্ঠপোষক থাকবে। আগামীকাল ইউসিবি ব্যাংকের প্রধান কার্যালয়ে বাফুফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হবে।

এর আগে, ইউসিবি ব্যাংক নারী ফুটবল দলসহ বিভিন্ন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিল। তবে এবার প্রথমবারের মতো তারা জাতীয় পুরুষ ফুটবল দলের পাশে দাঁড়াচ্ছে।

নারী ফুটবল দলের জন্য ইতোমধ্যে ঢাকা ব্যাংক পৃষ্ঠপোষকতা করছে। কিন্তু পুরুষ দলের স্পন্সরশিপ সংকট দীর্ঘদিন ধরেই ছিল এক বড় চ্যালেঞ্জ। এবার সেই অভাব পূরণ হতে যাচ্ছে, যা বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক অগ্রগতি।

বাফুফের নতুন কমিটি দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যেই দুই বছরের জন্য কিট স্পন্সর সংগ্রহ করেছে এবং এবার জাতীয় দলকেও বড় এক পৃষ্ঠপোষক এনে দিল। এই চুক্তির ফলে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে বলে আশা করা যায়।

Previous articleভারতের বিপক্ষে ভুলের পুনরাবৃত্তি করতে চায় না বাংলাদেশ দল
Next articleকয়েক ঘন্টার মধ্যেই ‘সোল্ড আউট’ বাংলাদেশের নতুন জার্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here