নতুন নামে মাঠে গড়িয়েছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর। “বাংলাদেশ ফুটবল লিগ” শুরুর প্রথম দিনে দুই ম্যাচেই হয়েছে ড্র। ১০ জনের রহমতগঞ্জ গোলশূন্য রুখে দিয়েছে ঢাকা আবাহনীকে। অপর ম্যাচে ১-১ গোলে ড্র করেছে আরামবাগ ও ফকিরেরপুল।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিগের প্রথম ম্যাচেই নাটকীয় ঘটনা ঘটেছে। আবাহনীর কাজেম শাহ বল দখলের লড়াইয়ে রহমতগঞ্জের আরাফাত হোসেনের আঘাতে আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। চোখের নিচে গুরুতর আঘাত পাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় আরাফাত সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

১০ জন নিয়ে বাকি সময় খেলেও রহমতগঞ্জ গোলমুখ রক্ষা করে আবাহনীকে থামিয়ে দেয়। সুলেমান দিয়াবাতে, শেখ মোরসালিন আর আল আমিনদের মতো তারকাদের নিয়েও লিগের প্রথম ম্যাচে গোলশূন্য থাকতে হয়েছে আকাশি-নীলদের। ফলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

দিনের অন্য ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। ৫৯ মিনিটে নাইজেরিয়ান ইয়াইয়া জনের গোলে এগিয়ে যায় আরামবাগ। তবে ম্যাচের যোগ করা সময়ে মোস্তফা খারাবার গোলে সমতা ফেরায় ফকিরেরপুল। ফলে দুই দলই পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

Previous article১২ বছর পর ঘরোয়া লিগের নাম পরিবর্তন!
Next articleতিয়ানইউ লিউফাং কাপে রানার্সআপ বাফুফে একাডেমি অ-১৭ দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here