অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের জোনাল ফাইনাল নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে।এরপর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে ঢাকা জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাজবাড়ী।
রোববার রাজবাড়ী জেলা স্টেডিয়ামে হওয়া ম্যাচে প্রথম গোল করে এগিয়ে যায় ঢাকা। তবে স্বাগতিকরা দ্রুতই সমতায় ফেরে। নির্ধারিত সময়ে দুই দলই আর কোনো গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে রাজবাড়ী দল দৃঢ়তা ও দক্ষতার পরিচয় দিয়ে জয় নিশ্চিত করে।
দারুণ পারফরম্যান্সের জন্য রাজবাড়ী দলের শাহিন ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কমিটির সদস্য ছাইদ হাসান কানন।




