সর্বোচ্চ উন্নতির রেকর্ড গড়ে তিন মাস আগে র্যাংকিংয়ে ১০৪তম স্থানে উঠেছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক চার ম্যাচে টানা হার দলের অবস্থান আবার নিচে নামিয়েছে।
সর্বশেষ নারী ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ আট ধাপ পিছিয়ে ১১২ নম্বরে নেমে গেছে। তিন মাস আগেই দলটি এক লাফে ২৪ ধাপ এগিয়ে ১২৮ থেকে ১০৪ স্থানে উঠে এসেছিল। তবে সাম্প্রতিক পারফরম্যান্স সেই অগ্রগতি ধরে রাখতে পারেনি।
গত তিন মাসে বাংলাদেশ খেলেছে চারটি ম্যাচ। চারটিতেই হার। থাইল্যান্ড সফরে দুই প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ ব্যবধানে হারে দল। ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও মালয়েশিয়ার কাছে ১-০ এবং আজারবাইজানের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়।
দলের রক্ষণভাগ নিয়ে সমালোচনা চলছে বেশ কিছুদিন। ব্রিটিশ কোচ পিটার বাটলার হাই লাইন ডিফেন্স ব্যবহার করে চলেছেন। থাইল্যান্ডে দুই ম্যাচে ৮ গোল হজমের পরও তিনি কৌশল বদলাননি। ঘরের মাঠেও একই পরিকল্পনায় দুই ম্যাচে হার বাংলাদেশের র্যাংকিংয়ে সরাসরি প্রভাব ফেলেছে।
এর আগে জুনে মিয়ানমারকে তাদের মাঠে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের চূড়ান্তপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। এর আগে জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো এগিয়ে থাকা দলের সঙ্গে ড্র করায় র্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছিল। এবার টানা হারের ধাক্কায় সেই এগিয়ে যাওয়া কিছুটা থেমে গেল।




