আমি তএএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে আগামীকাল (বুধবার) স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও লড়াইয়ের আগেরদিনই বড় ধাক্কা খেল দল। প্রধান কোচ সাইফুল বারী টিটু গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

বাংলাদেশ অ-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান ভিয়েতনাম থেকে জানান, ‘আজ সকাল থেকে কোচ টিটু ভাইয়ের জ্বর ১০৪ ডিগ্রি। সকালে নাস্তা করার সময় তিনি অনুপস্থিত থাকায় আমরা তার রুমে যাই। অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর দরজা খোলেন অনেক কষ্টে। জ্বরে পড়ে যাচ্ছিলেন। কিছুক্ষণ পর তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এখন হোটেলে বিশ্রামে রয়েছেন।’

টুর্নামেন্টের আগেরদিনের সংবাদ সম্মেলনে কোচের উপস্থিতি বাধ্যতামূলক হলেও টিটুর অসুস্থতার কারণে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ। আজকের অনুশীলনও তিনিই করাচ্ছেন।

বাংলাদেশ দল যখন মাঠে অনুশীলনে, তখন ম্যানেজার বিমানবন্দরে পৌঁছেছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে আনতে। তবে ম্যাচের আগে অনুশীলনের সুযোগ না থাকায় তাকে প্রথম ম্যাচের পরিকল্পনায় রাখেননি কোচ। নতুন ক্লাবে যোগ দেওয়ায় ফাহমিদুল বাহরাইনের প্রস্তুতি ম্যাচেও ছিলেন না।

বাংলাদেশ এর আগে কখনো এএফসি অ-২৩ টুর্নামেন্টের মূল পর্বে খেলেনি। প্রায় এক মাসের দেশ-বিদেশ মিলিয়ে প্রস্তুতির পর এবার তারা ভিয়েতনামে গেছে মূল পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন নিয়ে। মোট ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ আগামী বছর সৌদি আরবে খেলবে মূলপর্বে। বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন।

Previous articleহামজা প্রসঙ্গেই আলোচনায় বাংলাদেশ দলের অনুশীলন
Next articleনেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলছেন না হামজা চৌধুরী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here