ঢাকার সোনারগাঁও হোটেলে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে যেন দুই ভিন্ন চিত্র—ভারতের কোচ খালিদ জামিল ও গোলকিপার সাহিল পুনিয়ার সংক্ষিপ্ত উত্তর বনাম বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়ার খোলামেলা বিশ্লেষণ। মাঠেও একই চিত্র—দুই দলের প্রস্তুতিতে রীতি আলাদা, তবে লক্ষ্য একটাই—মঙ্গলবার রাতের এশিয়ান কাপ বাছাইয়ের ডার্বিতে জয়।
ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুখে কুলুপ এঁটে রাখলেন ভারতের কোচ খালিদ জামিল এবং সঙ্গে থাকা তৃতীয় গোলকিপার সাহিল পুনিয়া। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুই-এক লাইনের উত্তর—এটাই যেন তাঁদের নিয়ম।অন্যদিকে বাংলাদেশ দলের হেড কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া প্রায় আধঘণ্টার সংবাদ সম্মেলনে মন খুলে কথা বলেছেন।

দুই দলের অনুশীলনেও দেখা গেছে ভিন্নতা। আগামীকাল রাত ৮টায় ম্যাচ শুরু হলেও বাংলাদেশ দল সোমবার রাতেই ফ্লাডলাইটে অনুশীলন করেছে জাতীয় স্টেডিয়ামে। অন্যদিকে ভারতীয় দল সূর্য ওঠার পর সকালে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে—ম্যাচের প্রায় ৩৬ ঘণ্টা আগে।
হোটেল সোনারগাঁও-এ সংবাদ সম্মেলনে ভারতের কোচ খালিদ জামিল বলেন,‘ম্যাচের আগের দিন সকালে অনুশীলন করা আমাদের রীতি।’
দুই দলের রীতি আলাদা হলেও লক্ষ্য একই—আগামীকাল ম্যাচ জিতে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে এগিয়ে থাকা। চার ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট সমান—২ করে। ‘সি’ গ্রুপে বাকি দুই ম্যাচ জিতলে পরের রাউন্ডে না উঠলেও অবস্থানে উন্নতির সুযোগ রয়েছে।

হেড-টু-হেড পরিসংখ্যানে বাংলাদেশ কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায়। কারণ ভারতের বিপক্ষে সর্বশেষ জয়টা এসেছিল ২০০৩ সাফে—ড্রয়ের পর মতিউর মুন্নার গোল্ডেন গোলে। এরপর ১৪ ম্যাচে বাংলাদেশ হেরেছে ১০, ড্র করেছে ৪।
এবার সেই খরা কাটাতে চান কাবরেরা। তিনি বলেন,‘আমাদের সামর্থ্য আছে। আগের যেকোনো সময়ের চেয়ে আমরা শক্তিশালী। ভারতের বিপক্ষে জয়ের সুযোগটা নিতে হবে। দল আত্মবিশ্বাসী যে কাল তিন পয়েন্ট নিতে পারব।’
ডার্বি ঘিরে আবেগ নিয়ন্ত্রণই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি,‘এই ম্যাচে অনেক আবেগ জড়িত। আবেগ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়—এটাই বড় বিষয়।’

অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন,‘এটা ইমোশনাল ও হাই-ভোল্টেজ ম্যাচ। বছর শেষ হওয়ার আগের শেষ ম্যাচ, তাই জয় শুধু আমাদের জন্য নয়—সমর্থক, সাংবাদিক সবার জন্য ইতিবাচক হবে।’
তিনি আরও যোগ করেন,‘ম্যাচে অনেক ফ্রি কিক হবে, হলুদ কার্ড হবে, গালাগালি হবে। কিন্তু আমি এটাকে স্বাভাবিক ম্যাচ হিসেবেই নেব।’
বাংলাদেশ দলের খেলোয়াড়দের সামর্থ্য সম্পর্কে সচেতন ভারতের কোচ জামিলও বলেন,‘এ ম্যাচের গুরুত্ব দুই দলই বোঝে। বাংলাদেশে কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় আছে। আমরা কারও ওপর আলাদা ফোকাস করছি না—আমাদের লক্ষ্য শুধু ম্যাচ জয়।’
ভারত দলে আছেন অস্ট্রেলিয়ান প্রবাসী ফুটবলার রায়ান উইলিয়ামস। তবে এখনও ফিফা বা অস্ট্রেলিয়ান ফেডারেশনের অনুমোদন না পাওয়ায় তার মাঠে নামা অনিশ্চিত। জামিল জানান,‘দুটো সম্ভাবনার জন্যই প্রস্তুত। থাকলে ভালো, না থাকলেও একই পরিকল্পনা নিয়ে খেলব।’




