এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশীপ বাছাইপর্বে ভিয়েতনামের কাছে ২-০ গোলে হেরে হতাশাজনক সূচনা করেছে বাংলাদেশ। তবে মূল পর্বে খেলার আশা টিকিয়ে রাখতে হলে আজ ইয়েমেনের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই। তাই ম্যাচটিকে ডু অর ডাই বলছেন দলের অধিনায়ক শেখ মোরসালিন।

অ-২৩ দলের হেড কোচ সাইফুল বারী টিটু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, তার রক্তের প্লাটিলেট কমে গিয়েছিল। অবস্থা কিছুটা উন্নতি হলেও তিনি ডাগআউটে দাঁড়াতে পারবেন না। ফলে আজ দল সামলাবেন সহকারী কোচ হাসান আল মামুন। তিনি বলেন, ‘প্রথম ম্যাচটা আশা অনুযায়ী হয়নি। আজকের ম্যাচে টিকে থাকতে হলে জিততে হবে। ইয়েমেনের শক্তি-দুর্বল দিক নিয়ে কাজ হয়েছে। ছেলেরা প্রস্তুত।’

প্রথম ম্যাচ শেষে টেবিলের তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। আজ হারলে রানার্স আপ হওয়ার পথও বন্ধ হয়ে যাবে। ফলে মোরসালিন স্পষ্ট জানিয়ে দিলেন, ‘আসলে আমাদের প্রথম ম্যাচ প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমি মনে করি আসলে ডু অর ডাই আজকের  ম্যাচ। আমাদের জিততে হবে যেভাবেই হোক।’

শুধু গ্রুপ রানার্স আপ হলেই হবে না বাংলাদেশকে। অন্য এগারো গ্রুপের রানার্স আপের মধ্যে সেরা চারে থাকতে হবে। কারণ এগারো গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্স আপ মূল পর্বে খেলবে। এ লক্ষ্য নিয়েই দীর্ঘ প্রস্তুতি নিয়েছে দল। বাহরাইনে দুই সপ্তাহের অনুশীলন ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। সিনিয়র জাতীয় দলের মোরসালিন, আল আমিন, ফাহমিদুল, শ্রাবণ ছাড়াও রয়েছেন প্রতিভাবান প্রবাসী ফুটবলার জায়ান, তানিল ও কিউবা মিচেল।

ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারেননি ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম। তবে ইয়েমেনের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তার। ফলে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।

Previous articleকাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল লড়াই: জয় ছাড়া অন্য কিছু ভাবছে না জামালরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here